চ্যাম্পিয়ন্স লিগের ভাগ্য গড়ে দেবে যে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১১:৫৪ এএম
২০২১ কোপা আমেরিকার ফাইনালে মার্কিনিয়োসের ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছিল লাওতারোর আর্জেন্টিনা/ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে একদিকে পিএসজি, অন্যদিকে ইন্টার মিলান। শনিবার রাতে (বাংলাদেশ সময় রোববার ভোর ১টা) মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস ১।
এই ম্যাচে নজর থাকবে কয়েকটি মুখোমুখি দ্বৈরথের দিকে। তবে সবচেয়ে আলোচিত লড়াইটা হতে চলেছে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথে, যেখানে পিএসজির অধিনায়ক মার্কিনিয়োস মুখোমুখি হবেন ইন্টারের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্তিনেসের।
৩১ বছর বয়সী মার্কিনিয়োস পিএসজির সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। ২০১৩ সালে রোমা থেকে ক্লাবে যোগ দেওয়ার পর থেকে চ্যাম্পিয়ন্স লিগে অনেক কষ্টকর হার দেখতে হয়েছে তাকে। তিনি খেলেছিলেন ২০২০ সালের ফাইনালেও, যেখানে বায়ার্ন মিউনিখের কাছে হেরে যায় পিএসজি।
অন্যদিকে লাওতারো মার্তিনেস ইন্টারের প্রধান গোলস্কোরার। এই মৌসুমে তিনি করেছেন ২২টি গোল, যার মধ্যে ৯টি এসেছে ইউরোপের মঞ্চে। ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড এর আগেও চারবার মুখোমুখি হয়েছেন মার্কিনিয়োসের সঙ্গে, জাতীয় দলের জার্সিতে। তাদের মধ্যে সবচেয়ে স্মরণীয় লড়াই ছিল ২০২১ সালের কোপা আমেরিকা ফাইনাল, যেখানে মেসির পাশে থেকে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন লাওতারো। ওই ম্যাচে মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। লড়াইয়ের শেষ হাসিটা নিশ্চয়ই আজও চাইবেন লাওতারো?
তবে শুধু এই দ্বৈরথই নয়, এই ফাইনালে ছোট ছোট লড়াই হবে আরও। তেমনই এক চমকপ্রদ লড়াই হতে পারে হাকিমি ও দিমারকোর মধ্যে। হাকিমি একসময় ইন্টারের হয়েই সিরি আ জিতেছিলেন, এবার তার লক্ষ্য সাবেক ক্লাবকে হারিয়ে শিরোপা জেতা। মরক্কোর এই ডান দিকের ডিফেন্ডার এই মৌসুমে ২২টি গোলের সঙ্গে জড়িত। তবে তার উঠে যাওয়া আক্রমণে জায়গা খালি পড়ে যায়, যেটা কাজে লাগাতে পারেন দিমারকো। ইতালিয়ান এই লেফট উইং-ব্যাক এই মৌসুমে করেছেন ৪টি গোল ও ১১টি অ্যাসিস্ট।
আরেকটি গুরুত্বপূর্ণ মুখোমুখি লড়াই হতে পারে পিএসজির নতুন তারকা খভিচা খভারাতস্কেলিয়া ও ইন্টারের ডাচ উইং-ব্যাক ডেনজেল ডামফ্রিসের মধ্যে। খভিচা জানুয়ারিতে নাপোলি থেকে যোগ দিয়েছেন পিএসজিতে। এই জর্জিয়ান ফরোয়ার্ড ইতিমধ্যেই নিজের দক্ষতায় নজর কেড়েছেন। অন্যদিকে ডামফ্রিস এই মৌসুমে করেছেন ১১টি গোল, যার মধ্যে দুটি এসেছে বার্সেলোনার বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে।
সবশেষে চোখ থাকবে দুই ফরাসি তারকার দিকেও। পিএসজির উসমান দেম্বেলে এবং ইন্টারের মার্কাস থুরাম। দেম্বেলে এই মৌসুমে ৩৩টি গোল করে নিজের ক্যারিয়ারের সেরা সময়ে রয়েছেন। তিনি যদি শিরোপা জেতাতে পারেন, তাহলে ব্যালন ডি’অর জেতার দৌড়ে এগিয়ে যাবেন। অন্যদিকে, থুরামের এই মৌসুমেই এসেছে ১৮টি গোল। তার লক্ষ্য বাবার চেয়ে এগিয়ে যাওয়া। লিলিয়ান তুরাম ২০০৩ সালে জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের রানার্সআপ হয়েছিলেন, ছেলে এবার সেই ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন।
