চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে উয়েফা সভাপতির সঙ্গে জয় শাহ, কিন্তু কেন?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২৫, ০২:০৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আর এক দিনও বাকি নেই। ঠিক এই সময় মিউনিখে উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিনের সঙ্গে সাক্ষাৎ করলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। অলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার রাতে ইন্টার মিলান ও পিএসজির লড়াইয়ের আগেই মিলল একসঙ্গে দুই ক্রীড়া বিশ্বের শীর্ষ নেতার দেখা।
সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর জানিয়েছেন জয় শাহ। উয়েফা প্রেসিডেন্টের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে মিউনিখে ক্রিকেটের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিনের সঙ্গে আলোচনাও হয়েছে।’
তিনি আরও লেখেন, ‘আইসিসি যখন আমাদের খেলাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে কাজ করছে, তখন অন্য ক্রীড়া জগতের নেতাদের সঙ্গে সময় কাটানো দারুণ গুরুত্বপূর্ণ।’
ক্রিকেট বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে নানা পদক্ষেপ নিয়েছে আইসিসি। তাদের একটি বড় কর্মসূচির নাম ‘ক্রিকেট ফর গুড’। এই প্রকল্পের মাধ্যমে ক্রিকেটকে ব্যবহার করে শিশু ও পরিবারের জীবনমান উন্নত করতে চায় সংস্থাটি। পুষ্টিহীনতা, শিক্ষা ও শিশু সুরক্ষার মতো বিষয়েও সচেতনতা ছড়ানো হচ্ছে এই প্ল্যাটফর্মে। মূলত এ কারণেই উয়েফা সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎটি করেছেন জয় শাহ।
এদিকে শনিবার রাতে ফাইনালে মুখোমুখি হচ্ছে পিএসজি ও ইন্টার মিলান। পিএসজির এটি ২০২০ সালের পর প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। সেবার তারা বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল। ওই ম্যাচের একমাত্র গোলটি করেন কিংসলে কোমান।
অন্যদিকে, ইন্টার মিলান ২০২৩ সালে ম্যানচেস্টার সিটির কাছে ফাইনালে হারের ক্ষতে প্রলেপ দিতে চায় আজকের ম্যাচে জিতে। এই ফাইনালে জিতলে তারা তাদের চতুর্থ ইউরোপিয়ান শিরোপা ঘরে তুলবে।
