Logo
Logo
×

খেলা

বাবরকে শুধু টেস্ট খেলতে বলে বিপাকে কামরান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৫, ০২:৫৮ পিএম

বাবরকে শুধু টেস্ট খেলতে বলে বিপাকে কামরান

ছবি: সংগৃহীত

বাবর আজমকে ঘিরে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন তার বাবা আজম সিদ্দিক ও সাবেক উইকেটকিপার-ব্যাটার কামরান আকমল। সম্প্রতি একটি পডকাস্টে ‘বাবরকে শুধু টেস্ট খেলানো উচিত’ বলে কামরানের মন্তব্যের পর শুরু হয় দ্বন্দ্ব, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পডকাস্টে কামরান আকমল বলেন, বাবর ও মোহাম্মদ রিজওয়ানকে এখন কেবল টেস্ট ফরম্যাটেই খেলানো উচিত। তাদের ধীরে ধীরে ওয়ানডে থেকেও সরিয়ে নেওয়া উচিত।

তিনি আরও বলেন, আমার মতে, ওদের এখন শুধু টেস্ট ম্যাচের জন্য রাখা উচিত। আর ছয় মাস পর ওদের ওডিআই থেকেও বাদ দেওয়া উচিত। পাকিস্তান এখন খুব একটা টেস্ট খেলে না। কেউ টেস্ট ক্রিকেট নিয়েও কথা বলে না। কিন্তু যদি প্রকৃত ক্রিকেটার তৈরি করতে হয়, সেটি হয় টেস্ট ক্রিকেট থেকেই।

আকমলের এমন মন্তব্যের জবাবে বাবরের বাবা আজম সিদ্দিক নিজের ইনস্টাগ্রামে একটি পুরোনো ছবি শেয়ার করেন, সেখানে তিনি, বাবর ও কামরান একসঙ্গে রয়েছেন।

এ ছবির ক্যাপশনে আজম সিদ্দিক লিখেছেন—এই ছেলে (বাবর) কখনো তোমার অধিনায়কত্বে খেলেনি; বরং তুমি ওর অধিনায়কত্বে খেলেছ এবং শূন্য রানে আউট হয়েছিলে। আর সে সেঞ্চুরি করেছিল। সফল মানুষের পেছনে কথা বলা ব্যর্থদের বাধ্যতা বলেও উল্লেখ করেন বাবর আজমের বাবা।

আজম সিদ্দিক আরও কথা বলেন, যদি কেউ বলে সে তোমার ভাই, তাহলে তাকে এটা পরিষ্কার করেও বলা উচিত—সে কি হাবিলের মতো, নাকি কাবিলের মতো?

আজম সিদ্দিকের এই পোস্টের স্ক্রিনশটসহ একটি প্রতিক্রিয়া দিয়েছেন কামরান আকমল। সেখানে তিনি সিদ্দিককে কটাক্ষ করে লিখেছেন—আল্লাহ যেন আপনাকে আরও সম্মান ও সফলতা দেন। সবসময় চুপ থাকা যায় না, বিশেষ করে যখন মিথ্যা গল্প ছড়ানো হয়।

এ উইকেটকিপার আরও বলেন, আমি বিনীতভাবে অনুরোধ করছি— ভবিষ্যতে আমার সম্পর্কে কোনো মন্তব্য বা পোস্ট দেওয়ার আগে অনুগ্রহ করে দুবার ভাবুন। আমার বাবা-মা আমাদের এমনভাবে গড়ে তুলেছেন যে, আমরা কখনো কারও প্রতি হিংসুক হইনি।

কামরান আকমল বলেন, আলহামদুলিল্লাহ, আমি দেশের হয়ে গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করেছি এবং সম্মানের সঙ্গে খেলেছি। দয়া করে পরবর্তী সময়ে আপনার শব্দচয়ন আরও সতর্কভাবে করুন। তিনি বলেন, স্পষ্ট সীমারেখা রয়েছে এবং সেই সীমা একাধিকবার অতিক্রম করেছেন। নিজের সীমার মধ্যে থাকুন।

উল্লেখ্য, বাবর আজম ও কামরান আকমল ঘনিষ্ঠ আত্মীয়। বাবরের পিতৃতুল্য চাচা কামরানের বাবা। তবে সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্ক বেশ দূরত্ব এবং এই বাকবিতণ্ডার মাধ্যমে সেই টানাপড়েন আরও প্রকাশ্য হয়ে উঠল। এবারের ঝামেলা কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার। তবে দুই পরিবারের মধ্যে সম্পর্কের জটিলতা সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়ে গেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম