Logo
Logo
×

খেলা

হেলমেট টানাটানির ঘটনায় ৩ ক্রিকেটারের শাস্তি

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৪:১৪ পিএম

হেলমেট টানাটানির ঘটনায় ৩ ক্রিকেটারের শাস্তি

এই ঘটনায় শাস্তি পেয়েছেন তিনজন— সংগৃহীত ছবি

অনুমিত ছিল—শাস্তি পেতে যাচ্ছেন টিসেপে এনটুলি। তবে হেলমেট টানাটানির কাণ্ডে তিনি একাই নন, আরও দুজনকে শাস্তি শোনানো হয়েছে। বাজে ভাষা ব্যবহার করায় শাস্তি শুনেছেন বাংলাদেশের রিপন মন্ডল। একই অভিযোগে সাসপেনশন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মিকায়েল প্রিন্স।

বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়া ইমার্জিং দলের ৪ দিনের টেস্টের দ্বিতীয় দিনের ঘটনা। সেদিন খেলার ১০৫তম ওভারের শুরুতেই ছক্কা হাঁকান রিপন। এরপর টাইগার দুই ব্যাটার ক্রিজের মাঝে কথা বলছিলেন। সেসময় তেড়েফুঁড়ে রিপনের দিকে আসেন এনটুলি। সজোরে মারেন ধাক্কা। কি হচ্ছে বুঝে ওঠার আগেই প্রোটিয়া স্পিনার রিপনের হেলমেট ধরে টানতে থাকেন।

মাঠের আম্পায়ার এসে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করলেও প্রোটিয়া ক্রিকেটার থামেননি। রিপনও বেশ কয়েকবার বাধা দিয়েছেন। কিন্তু হেলমেট ধরে বেশকিছুক্ষণ ঝাকানোর পর আঙুল তুলেও শাসিয়েছেন এনটুলি। এরপর আবারও তেড়েফুঁড়ে এসেছিলেন। মাঝে প্রিন্সও রিপনকে শাসান।

টিভি ক্যামেরায় দেখা যাচ্ছিল, এনটুলি মেজাজ হারিয়ে মাত্রা ছাড়ানো আচরণ করছিলেন। মাঠের আম্পায়ার এসে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করলেও প্রোটিয়া ক্রিকেটার থামেননি। রিপনও বেশ কয়েকবার বাধা দিয়েছেন। কিন্তু হেলমেট ধরে বেশকিছুক্ষণ ঝাকানোর পর আঙুল তুলেও শাসিয়েছেন এনটুলি। এরপর আবারও তেড়েফুঁড়ে এসেছিলেন।

ওই ঘটনা সামাল দিতে বাকি খেলোয়াড়েরাও পিচের কাছে জড়ো হন। ক্রিকেট মাঠে এমন আক্রমণাত্মক আচরণ সাধারণত দেখা যায় না। বড়জোর কথার লড়াই চলে। কিন্তু শরীরে আঘাত করা হয় না। এনটুলি দুটোই করেছেন। রিপনের স্লেজিং (করেছে কিনা নিশ্চিত নয়) এর জবাবে তিনি স্লেজিংয়ের পাশাপাশি রিপনকে শারীরিকভাবেও আঘাত করেছেন।

ওই ঘটনায় তিনজন শাস্তি পেয়েছে। ‘বাজে ভাষা' ব্যবহার করে দুটি সাসপেনশন পয়েন্ট পেয়েছেন রিপন। আর রিপনকে ধাক্কা ও হেলমেট ধরে টানায় চারটি সাসপেনশন পয়েন্ট দেওয়া হয়েছে এনটুলিকে। একই ঘটনায় রিপনের সঙ্গে তর্কে জড়িয়ে আঙুল উঁচিয়ে কথা বলায় একটি সাসপেনশন পয়েন্ট পেয়েছেন প্রিন্স। 

এই পয়েন্ট অনুযায়ী ক্রিকেটারদের বিরুদ্ধে বিসিবি ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ব্যবস্থা নেবে। এছাড়া শাস্তির মাত্রা আরও বাড়তে পারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম