Logo
Logo
×

খেলা

ইন্দোনেশিয়াকে রুখে দিয়েছে বাংলাদেশের মেয়েরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৫, ১০:২৭ পিএম

ইন্দোনেশিয়াকে রুখে দিয়েছে বাংলাদেশের মেয়েরা

ছবি: বাফুফে

জর্ডানের আম্মানে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শক্তিশালী ইন্দোনেশিয়াকে রুখে দিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। র‍্যাঙ্কিংয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের সঙ্গে গোলশূন্য ড্র করেছে পিটার বাটলারের শিষ্যরা।

শনিবার (৩১ মে) জর্ডানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে ম্যাচজুড়ে ইতিবাচক ফুটবল খেলেছে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিরা আক্রমণাত্মক ফুটবলে তটস্থ রেখে ইন্দোনেশিয়াকে। নির্ধারিত ৯০ মিনিটে সবমিলিয়ে ১৫টি আক্রমণ করেছে বাংলাদেশ, এর মধ্যে সাতটি শট ছিল পোস্টে।

বিপরীতে ইন্দোনেশিয়া ৯ শটের মধ্যে ৪টি লক্ষ্যে রাখতে পারে। তবে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচে শেষ পর্যন্ত দুই দলের কেউই লক্ষ্যভেদ করতে পারেনি। 

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বড় বাঁচা বেঁচে যায় বাংলাদেশ। আক্রমণ রুখজে দিতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন রুপনা, কিন্তু সতীর্থের পাস ধরে ক্লাওদিয়া আলেকসান্দারা ফাঁকা পোস্টে শট নিলেও বল পোস্ট কাঁপিয়ে ফিরে। এর একটু পর জর্ডান জালে বল জড়ালেও অফসাইডের কারণে পায়নি গোল।

আগামী মঙ্গলবার (৩ জুন) জর্ডানের বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্টের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম