Logo
Logo
×

খেলা

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৮:৩৩ পিএম

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ খেলায় মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট দল। টস জিতে প্রথম দুই ম্যাচে ব্যাট করলেও আজ শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে পাকিস্তান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলাটি শুরু হয়েছে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি-স্পোর্টস।

এই ম্যাচটি বাংলাদেশ দলের জন্য চ্যালেঞ্জিং। কারণ সিরিজের প্রথম দুই ম্যাচে ২০২ রান তাড়া করতে গিয়ে ৩৭ ও ৫৭ রানে হেরে যায় টাইগাররা। 

সিরিজ হেরে গেলেও আশা হারাচ্ছেন না বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। তিনি বলেছেন, ‘আমাদের আরও একটি সুযোগ আছে। এ মুহূর্তে আমাদের একসঙ্গে বসে আলাপ করতে হবে কীভাবে আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। কারণ, এটি পুরোপুরি মানসিকতার ব্যাপার।’

ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মাঠে নেমেছে টাইগাররা।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, জাকের আলি, শামিম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

পাকিস্তান: সাহজাদা ফাহিম, সায়েম আইয়ুব, মোহাম্মদ হারিস, আগা সালমান (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, হাসান আলি ও আবরার আহমেদ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম