পিএসজির ৭, বার্সার ২
চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশে নেই রিয়ালের কেউ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৩:৩৭ পিএম
চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি এবার প্যারিসে গেছে— সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আক্ষেপ পূরণ হয়েছে প্যারিস সেইন্ট জার্মেইর। বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় পরশু রাতের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়েছে পিএসজি। চ্যাম্পিয়ন দলটির সাত ফুটবলার আছেন আসরের সেরা একাদশে। দুজন আছে বার্সেলোনার, একজন করে আর্সেনাল ও ইন্টারের। তালিকায় নেই রিয়াল মাদ্রিদের কেউ।
ফাইনালের পরদিনই আসরের সেরা একাদশ প্রকাশ করেছে উয়েফা। যেখানে একক আধিপত্য পিএসজির। পুরো আসর জুড়েই সবার নজর কেড়েছেন পিএসজির ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে। এমন পারফরমেন্সের ফলে আসরের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন দেম্বেলে, আছেন সেরা একাদশেও।
আরও পড়ুন
- টি-টোয়েন্টিতে হারের রেকর্ডে শীর্ষে বাংলাদেশ
- দেশের মাটিতে খেলতে ঢাকায় হামজা
- ১৩ বছরের যাত্রা থামালেন ম্যাক্সওয়েল
উসমান দেম্বেলে বাদে পিএসজি থেকে সেরা একাদশে জায়গা হয়েছে—গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা, আশরাফ হাকিমি, মারকুইনহোস, নুনো মেন্দেস, ভিতিনিয়া এবং ডিজায়ের দুয়ে।
২০২৪-২৫ চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশ
গোলকিপার: জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি)
ডিফেন্ডার: আলেসান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), মারকিনিওস (পিএসজি), আশরাফ হাকিমি (পিএসজি), নুনো মেন্দেস (পিএসজি)
মিডফিল্ডার: ডেকলান রাইস (আর্সেনাল), ভিতিনিয়া (পিএসজি)
ফরোয়ার্ড: রাফিনিয়া (বার্সেলোনা), লামিনে ইয়ামাল (বার্সেলোনা), দেজির দুয়ে (পিএসজি), উসমান দেম্বেলে (পিএসজি)
