‘বুমরাহকে শেখাবেন আপনি?’ – কোচকে একহাত নিলেন হরভজন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১০:৩৫ এএম
জাসপ্রিত বুমরাহ/ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আইপিএল ২০২৫-এর কোয়ালিফায়ার টু ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স হেরে গেছে পাঞ্জাব কিংসের কাছে। বড় রান করেও ম্যাচ জিততে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০৪ রান করেছিল মুম্বাই। কিন্তু পাঞ্জাব মাত্র ৩ উইকেট হারিয়ে সেই রান তাড়া করে ফেলে। ম্যাচে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল শ্রেয়াস আইয়ারের অপরাজিত ৮৭ রান। তবে মাঠের বাইরের আলোচনায় উঠে এসেছে আরও বড় একটি বিষয় – কোচদের অতিরিক্ত হস্তক্ষেপ।
ভারতের সাবেক স্পিনার হরভজন সিং মনে করেন, মুম্বাইয়ের এই পরাজয়ের পেছনে বড় কারণ ছিল ডাগআউট থেকে কোচদের অতিরিক্ত নির্দেশনা। তিনি সরাসরি দোষ দিয়েছেন মুম্বাইয়ের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে ও বোলিং কোচ লাসিথ মালিঙ্গার উপর। নিজের ইউটিউব চ্যানেলে হরভজন বলেন, ‘দেখুন, যখন তারা রান দিচ্ছিল, তখন ডাগআউট থেকে খুব বেশি হস্তক্ষেপ হচ্ছিল। এমনকি বুমরাহকেও বলা হচ্ছিল কী করতে হবে, কী করতে হবে না। ড্রেসিংরুমে শান্ত পরিবেশ থাকা দরকার। কোচদের উচিত শুধু পরামর্শ দেওয়া। বেশি উত্তেজনা দেখানো উচিত না। আমার মনে হয়েছে, এটা বেশি হয়ে গেলে খেলোয়াড়দের মনোবলে প্রভাব পড়ে।’
হরভজন আরও বলেন, ‘রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া – এরা বড় খেলোয়াড়। ওরা জানে কীভাবে ম্যাচ ঘুরিয়ে দিতে হয়। এতগুলো ট্রফি জিতেছে একসাথে। ওদের উপর বিশ্বাস দেখানো দরকার ছিল। কিন্তু বারবার কোচরা হস্তক্ষেপ করছিল, হাত ইশারায় নির্দেশনা দিচ্ছিল।’
এর আগে গুজরাটের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে জয়াবর্ধনে যখন বুমরাহকে ডাগআউট থেকে নির্দেশনা দিচ্ছিলেন, তখন বুমরাহ বিরক্ত হয়ে তাকে শান্ত থাকতে বলেন। সেই দৃশ্য ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে। এই ঘটনার প্রসঙ্গ টেনেও হরভজন বলেন, ‘এটা শুধু খুঁটিনাটি নির্দেশনার ব্যাপার না। অনেক সময় শুধু বিশ্বাস রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
মুম্বাই ইন্ডিয়ান্স যদিও এবার ফাইনালে উঠতে পারেনি, তবে গতবারের আইপিএলে যে দল পয়েন্ট তালিকার তলানিতে ছিল, সেই দল এবার কোয়ালিফায়ার পর্যন্ত এসেছে। হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়েও অনেক সমালোচনা হয়েছিল। শুরুটাও ভালো ছিল না, প্রথম ছয় ম্যাচে পাঁচটিতেই হেরেছিল দল।
