আইপিএল ফাইনাল
শিরোপা জয়ের স্বপ্নে টস হেরে ব্যাটিংয়ে বেঙ্গালুরু
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৮:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের ফাইনালে মুখোমুখি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস।
টস জিতে বিরাট কোহলিদের প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাঞ্জাব। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
অতীতের ১৭ আসরের মধ্যে তিনবার ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পায়নি বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দীর্ঘ দিনের শিরোপা খরা আজ শেষ হতে পারে।
পাঞ্জাবকে হারিয়ে শিরোপা জিততে উন্মুখ হয়ে থাকার কথা জানিয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পতিদার। আর জেতার জন্য অনুপ্রেরণা হিসেবে সামনে রেখেছেন কোহলিকে। পতিদার বলেছেন, কোহলির জন্য আজ তারা শিরোপা জিততে চান।
বেঙ্গালুরুর মতো পাঞ্জাব কিংসও আইপিএল শিরোপার স্বাদ পায়নি। উভয় দল প্রথম শিরোপার স্বাদ পেতে চায়। পাঞ্জাব ২০১৪ সালের আইপিএলে প্রথমবারের মতো ফাইনালে উঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হেরে রানার্সআপ হয়।
