শমিত সোম/ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিমানবন্দরে ইতালি ফুটবলার ফাহামেদুল ইসলামকে নিয়ে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। একই দৃশ্য দেখা গেছে ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীকে নিয়েও। জাতীয় স্টেডিয়ামে হামজার আগমনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ত্রিরত্নের বাকি একজন কানাডিয়ান শমিত সোম। আজ সেই বৃত্ত পূরণ করছেন তিনি এসে। ভোর ৫টায় ঢাকায় এসেছেন শমিত।
দেশের ফুটবল জাগরণে ত্রিরত্ন তারা। যাদের জন্যই আজ উন্মাদনা দেখা দিচ্ছে ফুটবলে।
প্রথমে ফাহামেদুল ইসলাম, তারপর হামজা চৌধুরী। ইতালি ও ইংল্যান্ড প্রবাসী এ দুই ফুটবলার অনুশীলন করছেন ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য। ফাহামেদুল প্রথমদিন থেকে এবং হামজা তৃতীয় সেশন থেকে অনুশীলন করছেন।
আজ শমিত সোম এলেও ভুটান ম্যাচে খেলতে পারবেন না তিনি। জানা গেছে, মাঠে এসে ম্যাচ দেখবেন শমিত। এরপর সিঙ্গাপুরের ম্যাচের অনুশীলন শুরু হলে তাতে যোগ দেবেন।
কানাডা জাতীয় দলের জার্সিতে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলা শমিত এখন বাংলাদেশের। হামজা, শমিত ও ফাহামেদুলসহ ছয় প্রবাসী ফুটবলার আছেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে। অন্য তিনজন হলেন ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া, ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী ও কানাডা প্রবাসী সৈয়দ কাজেম কিরমানী।
