Logo
Logo
×

খেলা

আইপিএলের এই রেকর্ডটিও এখন কোহলির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১১:০৯ এএম

আইপিএলের এই রেকর্ডটিও এখন কোহলির

শ্বাসরুদ্ধকর ফাইনালের মধ্যে দিয়ে গতকাল শেষ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের । উত্তেজনাপূর্ণ ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে টুর্নামেন্টে প্রথমবার চ্যাম্পিয়ন বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।

মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পঞ্জাব কিংসকে হারিয়ে ইতিহাস গড়ে আরসিবি। টুর্নামেন্টের ১৮তম আসরে এসে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় বেঙ্গালুরু। টুর্নামেন্টের শুরু থেকেই আরসিবির হয়ে মাঠে নামা বিরাট কোহলিরও এটি প্রথম আইপিএল ট্রফি। 

উল্লেখযোগ্য বিষয় হল, মঙ্গলবার আইপিএলের ফাইনালের মঞ্চে বিরাট কোহলি ব্যাট হাতে দুর্দান্ত একটি ব্যক্তিগত রেকর্ড গড়েন। তিনি এক্ষেত্রে ভেঙে দেন শিখর ধাওয়ানের সর্বকালীন আইপিএল নজির। আপতত এই নিরিখে বিশ্বের সব ক্রিকেটারদের মধ্যে সবার আগে চলে আসেন কোহলি। 

মঙ্গলবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলের ফাইনালে ব্যাট হাতে আরসিবির জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কোহলি। তিনি বেঙ্গালুরুর হয়ে ওপেন করতে নেমে সব থেকে বেশি ৪৩ রান সংগ্রহ করেন। ৩৫ বলের ইনিংসের কোহলি মোট ৩টি চার মারেন। ফাইনালে এই ৩টি চার মারার সুবাদেই রেকর্ড বইয়ে নাম লিখিয়ে নেন কোহলি। 

আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি রানের মালিক বিরাট কোহলি। তিনি সবচেয়ে বেশি ৮টি সেঞ্চুরির সাহায্যে সবচেয়ে বেশি ৮ হাজার ৬৬১ রান করেন। শুধু তাই নয়, সবচেয়ে বেশি রান, বেশি সেঞ্চুরির পাশাপাশি সবচেয়ে বেশি হাফ-সেঞ্চুরির (৬৩টি) রেকর্ডও আছে বিরাট কোহলির দখলে। মঙ্গলবার আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি চার মারা ক্রিকেটারে পরিণত হন কোহলি। তিনি আইপিএলের ২৬৭টি ম্যাচে ২৫৯টি ইনিংসে ব্যাট করে ৭৭১টি চার মেরেছেন। 

এতদিন আইপিএলে সব থেকে বেশি চার মারার রেকর্ড ছিল শিখর ধাওয়ানের দখলে। তিনি আইপিএলে ৭৬৮টি চার মেরেছেন। ধাওয়ানের কাছ থেকে সেই রেকর্ড ছিনিয়ে নিলেন বিরাট। 

বিরাট কোহলি আইপিএলের সদ্য শেষ হওয়া আসরে ১৫ ম্যাচে অংশ নিয়ে তৃতীয় সর্বোচ্চ ৬৫৭ রান সংগ্রহ করেছেন। কোনও শতরান না করলেও তিনি মোট ৮টি হাফ-সেঞ্চুরি করেন।  দলের শিরোপা জয়ে সব থেকে বেশি রান করেছেন কোহলিই। 

ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম