ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মার্চে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পেনাল্টি নিতে এসে পিছলে পড়ে যান জুলিয়ান আলভারেজ। দুবার ছোঁয়া লাগে বলে। ওই ঘটনায় রেফারি পেনাল্টিটি বাতিল করে দেন। সেই সিদ্ধান্ত নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল। এবার পেনাল্টির একটি নিয়মই বদল হয়ে গেছে।
ফুটবলের নিয়ম প্রণয়নকারী সংস্থা আইএফএবি জানিয়েছে, এখন কারও অনিচ্ছাকৃত দুবার বলে পা লাগলে নতুন করে আবার শট নেওয়ার সুযোগ পাবেন ওই খেলোয়াড়। নিয়মের এই পরিবর্তনের বিষয়টি উয়েফা আয়োজিত ম্যাচগুলোতেই কার্যকর হবে বুধবার।
আইএফএবি বিবৃতিতে বলেছে, ‘এই পরিস্থিতি বিরল। যেহেতু এটি ধারা ১৪-তে সরাসরি উল্লেখ নেই, তাই রেফারিরা সাধারণত কিকপ্রদানকারীর বিরুদ্ধেই সিদ্ধান্ত দিয়ে থাকেন। তবে, ধারা ১৪-এর এই অংশ মূলত সেই পরিস্থিতির জন্য প্রযোজ্য, যেখানে পেনাল্টি নেওয়া খেলোয়াড় অন্য কোনও খেলোয়াড় বল ছোয়ার আগেই ইচ্ছাকৃতভাবে বলটি দ্বিতীয়বার স্পর্শ করে।’
আইএফএবি একটি চিঠির মাধ্যমে ফুটবলের সংশ্লিষ্ট পক্ষগুলিকে জানিয়েছে, এখন থেকে যদি দুর্ঘটনাবশত দ্বিতীয় স্পর্শের পর কোনও পেনাল্টি গোল হয়, তাহলে সেটি পুনরায় নেওয়া হবে। যদি দ্বিতীয় ছোঁয়ায় পেনাল্টি থেকে গোল না হয়, তখন অবশ্য সেটি পুনরায় নেওয়া হবে না। শুটআউটে এই ধরনের পেনাল্টি ‘ব্যর্থ’ হিসেবে গণ্য হবে। তখন প্রতিপক্ষ দলকে একটি ফ্রি কিক দেওয়া যেতে পারে।
এখন এই ব্যাখ্যাকৃত নিয়মটি ক্লাব বিশ্বকাপেও প্রয়োগ করা হবে। যা শুরু হবে ১৪ জুন।
