Logo
Logo
×

খেলা

বাংলাদেশকে উড়িয়ে ২১০ ধাপ এগোলেন পাকিস্তানের ব্যাটার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০২:২৮ পিএম

বাংলাদেশকে উড়িয়ে ২১০ ধাপ এগোলেন পাকিস্তানের ব্যাটার

পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজেও পাত্তা পায়নি বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে হেরেছে ৩-০ ব্যবধানে। এই সিরিজের পারফর্ম্যান্স দিয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা।

সবচেয়ে বড় লাফ দিয়েছেন পাক ব্যাটার মোহাম্মদ হারিস। শেষ টি-টোয়েন্টিতে ৪৫ বলে সেঞ্চুরি করেছেন তিনি। তার আগে খেলেছিলেন ৪১ আর ৩১ রানের ইনিংস। ১৬৭ নিয়ে তিনি বনেছেন সিরিজের সেরা ব্যাটার। এমন পারফর্ম্যান্সের পর তিনি ২১০ ধাপ এগিয়েছেন আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে। তিনি এখন আছেন ৩০তম অবস্থানে।

হারিসের মতো না হলেও মিডল অর্ডার ব্যাটার মোহাম্মদ নওয়াজ বড় লাফই দিয়েছেন। ১২১ রান করেছেন ১৯৮ স্ট্রাইক রেটে। তিনি ৫৭ ধাপ এগিয়ে চলে এসেছেন ৪৫তম অবস্থানে। এই সিরিজ থেকে পাক অধিনায়ক সালমান আলী আগাও এগিয়েছেন বেশ। ৪২ ধাপ এগিয়ে তিনি চলে এসেছেন ৭৫তম অবস্থানে।

বাংলাদেশের ব্যাটাররা, বিশেষ করে তানজিদ হাসান তামিম এই সিরিজে বেশ ভালো করেছেন। তার ফল পেয়েছেন তামিম। ২৮ ধাপ এগিয়ে ৫৩তম অবস্থানে চলে এসেছেন তিনি।  

পাকিস্তানের বোলার আব্বাস আফ্রিদি শেষ টি-টোয়েন্টিতে দারুণ বল করেছেন। বাংলাদেশকে ২০০ রানের ভেতর আটকে রেখেছিলেন ২৬ রানে ২ উইকেট তুলে নিয়ে। ১৮ ধাপ এগিয়ে তিনি চলে এসেছেন ১৯তম অবস্থানে।

এই সিরিজে শাদাব খান অলরাউন্ডার হিসেবে আলো কেড়ে নিয়েছেন। দুই ইনিংসে তিনি করেছেন ৫৩ রান। তুলে নিয়েছেন ৪টি উইকেটও। তাতে তিনি আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে এসেছেন ১০ ধাপ, তিনি এখন আছেন ১৪তম অবস্থানে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম