Logo
Logo
×

খেলা

মাঠে নামছে ব্রাজিল, কেমন হবে আনচেলত্তির প্রথম একাদশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৫:৩০ পিএম

মাঠে নামছে ব্রাজিল, কেমন হবে আনচেলত্তির প্রথম একাদশ

ব্রাজিলের অনুশীলন সেশন পরিচালনা করছেন কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষ ম্যাচ দিয়ে শুরু হবে কার্লো আনচেলত্তির ব্রাজিল অভিযান। ক্লাব ফুটবলে কোচিংয়ের অন্যতম মহারথী আনচেলত্তি প্রথমবারের মতো নিয়েছেন জাতীয় দলের চ্যালেঞ্জ। সেটাও যেনতেন কোনো দল নয়, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে কক্ষপথে ফেরানোর চ্যালেঞ্জ তার সামনে। ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল মাঠে নামবে আগামী ৬ জুন বাংলাদেশ সময় ভোর ৫টায়।

এই ম্যাচের একাদশ কেমন হতে পারে, সে বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে ব্রাজিলিয়ান অন্যতম প্রসিদ্ধ সংবাদমাধ্যম গ্লোবো। তাদের প্রতিবেদন অনুযায়ী, আনচেলত্তির প্রথম ব্রাজিল একাদশে রক্ষণভাগে দেখা যেতে পারে ভ্যান্ডারসন, দানিলো, মার্কিনিয়োস, আলেক্সান্দ্রো ও অ্যালেক্স সান্দ্রোদের।

মধ্যমাঠে অভিজ্ঞ তারকা কাসেমিরোর সঙ্গে দেখা যেতে পারে আন্দ্রেস পেরেইরা এবং তরুণ আন্দ্রে সান্তোস ও এস্তেভাওকে। আর আক্রমণভাগে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ও টটেনহ্যামের রিচার্লিসনে আস্থা রাখতে পারেন আনচেলত্তি।

হলুদ কার্ডজনিত ব্রাজিলের আক্রমণভাগের সবচেয়ে ইনফর্ম তারকা রাফিনিয়া সাসপেনশনে আছেন। ইকুয়েডর ম্যাচে তাকে পাবে না ব্রাজিল। আনচেলত্তির ওয়ার্মআপের ফরমেশন দেখে গ্লোবোর ধারণা, তিন ফরোয়ার্ড খেলানোর নীতি ভেঙে ৪-৪-২ ফরমেশনে দলকে খেলাতে চান তিনি।

কনমেবলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে বর্তমানে চারে অবস্থান করছে ব্রাজিল। তাদের পয়েন্ট ২১। ব্রাজিলের ২ পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে অবস্থান করছে ইকুয়েডর।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম