Logo
Logo
×

খেলা

হামজার পর সোহেলের গোলে ব্যবধান দ্বিগুণ বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৮:২৮ পিএম

হামজার পর সোহেলের গোলে ব্যবধান দ্বিগুণ বাংলাদেশের

ব্যবধান দ্বিগুণ করলেন সোহেল। ছবি: সংগৃহীত

ফুটবলে এক গোলের লিডকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। যেকোনো হাত ফসকে যেতে পারে এমন লিড। তাই দ্বিতীয় গোলটি খুব গুরুত্বপূর্ণ। ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশকে দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই দ্বিতীয় গোলটি এনে দিলেন সোহেল রানা।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরীর দেওয়া একমাত্র গোলে লিড নিয়ে বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। বিরতির পর মাঠে নেমে ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কাবরেরার শিষ্যরা। ডানপ্রান্ত দিয়ে রাকিবের ক্রস হেডে ক্লিয়ার করেন গিয়েলতশান। কিন্তু বল চলে যায় সোহেল রানার কাছে। বক্সের বাইরে থেকে নেওয়া তার বাঁ পায়ের দুরন্ত শট খুঁজে পায় জাল।

এদিকে দ্বিতীয়ার্ধে মাঠে নামার আগেই তিনটি পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ কাবরেরা। গোলদাতা হামজা চৌধুরীর জায়গায় এই অর্ধে মাঠে নেমেছেন মোহাম্মদ হৃদয়। এছাড়া জামাল ভূঁইয়ার বদলে শেখ মোরসালিন ও শাহ কাজেমের বদলে নেমেছেন মোহাম্মদ ইব্রাহিম।

আর গোলের পর ৫৯ মিনিটে আরও দুটি পরিবর্তন আনা হয়। এ যাত্রায় ফাহামেদুলের জায়গায় ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেনের বদলে নেমেছেন অভিষিক্ত আল আমিন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম