|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের ক্রিকেটে যে উন্মাদনা এতদিন ছিল চোখ সওয়া, সেটি ফিরে এসেছে ফুটবলে। যেন হারানো যৌবন ফিরে পেয়েছে ফুটবল। বলা হচ্ছে, ক্রিকেটে ভাটার টান, ফুটবলে জোয়ার।
টিকিটের জন্য হাহাকার তার প্রমাণ। ঈদ-উত্তর ছুটিতে বিনোদনের উপলক্ষ এনে দিয়েছে ১০ জুনের বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। হামজাদের ফুটবলশৈলী দেখতে উন্মুখ অপেক্ষায় সবাই।
বাদ যাননি ক্রিকেটাররাও! বেশ কয়েকজন ক্রিকেটার বন্ধুবান্ধব নিয়ে খেলা দেখতে চান। নাম প্রকাশ না করার শর্তে এক ক্রিকেটার বলেন, ‘ঈদের পরদিন ঢাকায় ফিরব। অনেকদিন পর ফুটবল ম্যাচ দেখার ইচ্ছা আছে। আমাকে কাছের আরও কয়েকজন বলেছে টিকিটের ব্যবস্থা করে দিতে। কাকে বলব সেটাই তো বুঝতেছি না। শুনছি টিকিট নেই। সুযোগ থাকলে আমাকে কয়েকটি টিকিট কিনে দিয়েন।’
ক্রিকেটাররা ফুটবল ম্যাচ দেখবেন, এমনটা কিছুদিন আগে হলে কেউ বিশ্বাস করতেন না। হামজা-শমিতরা বাংলাদেশের ফুটবলে নতুন জাগরণ এনেছেন। সেই জোয়ারে ভাসছে বাংলাদেশের মানুষ।
মিরপুরে ‘হোম অব ক্রিকেট’ সুনসান। কয়েকদিন ঝড়ঝাপটার পর ঈদের ছুটি। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান থেকে ক্রিকেটাররা ফিরেছেন টি-টোয়েন্টি সিরিজ হার ও হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে। ক্রিকেট নিয়ে এখন শুধু নেতিবাচক আলোচনা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে খেলোয়াড়-সাংবাদিক সবার আলোচনায় ফুটবল। এরই মধ্যে ক্রিকেট বিট করেন, এমন বেশ কয়েকজন সাংবাদিক বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট কেটেছেন। কাল বিসিবির এক কর্মকর্তা জানতে চাইলেন, কীভাবে টিকিট পাওয়া যাবে।
শেষ পর্যন্ত টিকিট নামের সোনার হরিণের দেখা মিলবে কি না, তা সময়ই বলে দেবে। তবে সবার এমন চাওয়া একটা জিনিস পরিষ্কার বলে দেয়, দেশের ফুটবল আবারও চলে এসেছে সবার আগ্রহের কেন্দ্রে।
মাঠের ফুটবলেও বাংলাদেশ হতাশ করেনি। হামজা চৌধুরী তার বাংলাদেশের মাটিতে অভিষেক ম্যাচে করেছেন দারুণ এক গোল, এই গোলের যোগান আবার এসেছে অধিনায়ক জামাল ভূঁইয়ার কাছ থেকে। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে বক্সের বাইরে থেকে সোহেল রানার দারুণ এক গোলে ভর করে বাংলাদেশ তুলে নেয় ২-০ গোলের দুর্দান্ত এক জয়। তাতে হামজা-জামালদের নিয়ে উন্মাদনার পারদটা কেবল বেড়েছেই।
এরপর বাংলাদেশের সামনে অপেক্ষা করছে সিঙ্গাপুর পরীক্ষা। শেষ ছয় ম্যাচ ধরে জয় নেই সিঙ্গাপুরের, সম্প্রতি হেরেছে নেপালের কাছেও। ২২ ধাপ এগিয়ে থাকা দলটাকে হারানোর স্বপ্ন তাই এখন অমূলক ঠেকছে না। ১০ জুনের ম্যাচে তাদের হারিয়ে দিতে পারলে এশিয়ান কাপে খেলার স্বপ্নটাও চলে আসবে খুব কাছে। বাংলাদেশের সামনে এখন সেটা ছোঁয়ার চ্যালেঞ্জ।



-683fe6a6d1987.jpg)
