ফাইনালের আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা একাদশ প্রকাশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০১:৩২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩–২৫ ফাইনাল সামনে রেখে নিজেদের পছন্দের ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের মতে, এই একাদশে জায়গা পাওয়া খেলোয়াড়রা শুধু রান বা উইকেটের সংখ্যার ওপর নয়, ধারাবাহিক পারফরম্যান্সের জন্যই নির্বাচিত হয়েছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই সেরা একাদশে তাদেরই বেছে নেওয়া হয়েছে, যারা দুই বছরের পুরো সময়ে দেশের মাঠে ও বিদেশে ধারাবাহিক ভালো খেলেছে। এখানে কেবল রান বা উইকেট সংখ্যার ওপর গুরুত্ব দেওয়া হয়নি।’
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সংস্করণে দারুণ সব ম্যাচ হয়েছে। গ্যালারি ভর্তি দর্শক, তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর দুর্দান্ত ব্যক্তিগত পারফরম্যান্সে ভরা ছিল এই সময়টা। এখন ফাইনালের জন্য তৈরি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ফাইনালটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস মাঠে, ১১ জুন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচিত একাদশে ওপেনার হিসেবে আছেন ভারতের যশস্বী জয়সওয়াল ও অস্ট্রেলিয়ার উসমান খাজা। তিনে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, আর চার ও পাঁচে আছেন ইংল্যান্ডের জো রুট ও হ্যারি ব্রুক।
ছয়ে আছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস, সাত নম্বরে উইকেটরক্ষক অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি। অধিনায়ক হিসেবে রাখা হয়েছে প্যাট কামিন্সকে। বোলিং বিভাগে আছেন ভারতের জাসপ্রিত বুমরাহ, নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও পাকিস্তানের নোমান আলি। দলের বারোতম খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাকে।
এক নজরে ক্রিকেট অস্ট্রেলিয়ার চোখে টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা একাদশ–
যশস্বী জয়সওয়াল, উসমান খাজা, কেন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ, ম্যাট হেনরি ও নোমান আলি।
দ্বাদশ ব্যক্তি– কাগিসো রাবাদা
