Logo
Logo
×

খেলা

আনচেলত্তির অভিষেকে জিততে পারল না ব্রাজিল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৯:০০ এএম

আনচেলত্তির অভিষেকে জিততে পারল না ব্রাজিল

অনেক আশা নিয়ে কোচ কার্লো আনচেলত্তি এসেছেন ব্রাজিলের কোচ হয়ে। সেলেসাওদের ডাগআউটে আজ ছিল তার প্রথম ম্যাচ। সে ম্যাচে জয়ের দেখা পেল না ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র, রিশার্লিসনরা গোলের দেখা পাননি। ফলে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে দলটা। 

নিজেদের মাঠে ইকুয়েডর শুরু থেকেই বেশ গোছানো রক্ষণ নিয়ে নেমেছিল। প্রথমার্ধে এই রক্ষণ ভেদ করে খুব কম সুযোগই তৈরি করতে পেরেছে সফরকারী ব্রাজিল। সবচেয়ে ভালো সুযোগটা এসেছিল ভিনির সামনে। গেরসনের পাস থেকে বলটা পেয়েছিলেন তিনি। তবে তার শট আটকে দেন ইকুয়েডর গোলরক্ষক গনজালো ভেলে।

দ্বিতীয়ার্ধে আরও বেশি সুযোগ তৈরি করেছে আনচেলত্তির শিষ্যরা। তবে সেসব সুযোগ কাজে লাগানো হয়নি দলটার। ভিনির দারুণ এক পাস থেকে গোলের সুযোগ পেয়েছিলেন রিশার্লিসন। তবে সে পাসে তিনি ঠিকঠাক পা ছোঁয়াতেই পারেননি। এরপর কাসেমিরোর জোরালো দূরপাল্লার শট ঠেকিয়ে দেন ভেলে।

এই ড্রয়ের ফলে ইকুয়েডর চলে গেছে বিশ্বকাপের আরও কাছে। তারা ২৪ পয়েন্ট নিয়ে আছে কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় স্থানে। শীর্ষ ৬ দল এবার সরাসরি বিশ্বকাপে খেলবে। ইকুয়েডর আগামী মঙ্গলবার খেলবে নবম স্থানে থাকা পেরুর বিপক্ষে। 

এদিকে এই ড্রয়ের পর ব্রাজিল আছে তালিকার চতুর্থ স্থানে। তাদের পকেটে আছে ২২ পয়েন্ট। পরের ম্যাচে তারা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। এই প্যারাগুয়ে সবশেষ ম্যাচে উরুগুয়েকে হারিয়েছে ২-০ গোলে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম