Logo
Logo
×

খেলা

৮ বছর পর সেরা ১০-এ নেই বাবর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১১:০৯ এএম

৮ বছর পর সেরা ১০-এ নেই বাবর

শেষ অনেক দিন ধরেই বাবর আজম নিজের ছায়া হয়ে আছেন রীতিমতো। টেস্ট দলে জায়গা হারিয়েছেন আগেই। টি-টোয়েন্টিতেও যেন হারিয়ে যাচ্ছেন এই পাকিস্তানি ব্যাটার।

সাম্প্রতিক সময়ে বাবরের ফর্ম বেশ খারাপ। বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজেও খেলেননি তিনি। সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন জানুয়ারিতে। এরপর আর দেশের হয়ে ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে দেখা যায়নি তাকে।

ফলাফল, আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২৬৯২ দিন পর সেরা দশ থেকে ছিটকে পড়েছেন বাবর আজম। ছয় বছর পর প্রথমবারের মতো পাকিস্তানের কোনো ব্যাটার নেই এই তালিকায়।

বাবর তিন ধাপ পিছিয়ে এখন আছেন ১২ নম্বরে। তার নিচেই ১৩ নম্বরে আছেন সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। আরেক ব্যাটার ফখর জামানও পিছিয়েছেন দশ ধাপ। এখন তিনি রয়েছেন ১৭ নম্বরে।

নতুন অধিনায়ক সালমান আলি আগার নেতৃত্বে ঘোষিত টি-টোয়েন্টি দলেও রাখা হয়নি বাবর আজম এবং রিজওয়ানকে। বাবরের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সে সিরিজে টানা তিনটি হাফ-সেঞ্চুরি করেছিলেন তিনি। কিন্তু এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের সিরিজে প্রথম তিন ইনিংসে ব্যর্থ হন।

গত পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) বাবর ছিলেন ব্যর্থ। পুরো টুর্নামেন্টে তার গড় ছিল ৩৬.০০। তিনটি অর্ধশতক ছিল তার ব্যাটে, আর স্ট্রাইক রেট ছিল ১২৬.৫। তবে এতেও নজর কেড়ে নিতে পারেননি তিনি। ফলে জাতীয় দলেও তার ফেরা হয়নি আর।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম