৪১ বছর পর ইউরোপিয়ান শিরোপা জেতানো কোচকে বিদায় করল টটেনহ্যাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১০:৪৮ পিএম
অ্যাঞ্জ পস্তেকগলু/সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সদ্য সমাপ্ত ফুটবল মৌসুমে ইংলিশ ক্লাব টটেনহ্যামকে ইউরোপা লিগ জিতিয়েছিলেন কোচ অ্যাঞ্জ পস্তেকগলু। তবে হতাশাজনক লিগ ফর্মের অজুহাত দিয়ে তাকে ছাঁটাই করেছে ক্লাবটি।
শুক্রবার (৬ জুন) এক বিবৃতিতে টটেনহ্যাম বলেছে, পারফরম্যান্স পর্যালোচনা এবং গভীর চিন্তাভাবনার পর অ্যাঞ্জ পস্তেকগলুকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব।
এই অ্যাঞ্জের হাত ধরেই ২০০৮ সালের পর প্রথম কোনো মেজর শিরোপা জিতেছে টটেনহ্যাম। গেল মে-তে আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে ইউরোপা লিগের ফাইনালে ১-০ গোলে হারিয়ে শিরোপা ছুঁয়ে দেখে ক্লাবটি। ১৯৮৪ সালের পর এটাই টটেনহ্যামের প্রথম ইউরোপিয়ান ট্রফি।
বিদায়বেলায় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ইউরোপিয়ান শিরোপা জেতা প্রথম অস্ট্রেলিয়ান ও গ্রিক ম্যানেজার অ্যাঞ্জ বলেছেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই ক্লাবের প্রাণ, আমাদের সমর্থকদের। আমি জানি কিছু কঠিন সময় গেছে, কিন্তু আমি সবসময় অনুভব করেছি যে তারা আমার সফলতা চেয়েছে, এবং সেটাই আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় প্রেরণা দিয়েছে।
গত মৌসুমে টটেনহ্যামকে ইউরোপা লিগ জেতানোর পাশাপাশি ইংলিশ লিগ কাপের সেমিফাইনালেও তুলেছিলেন অ্যাঞ্জ। তবে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোট সমস্যার কারণে প্রিমিয়ার লিগে পারফরম্যান্স মোটেই আশাব্যঞ্জক ছিল না। মাত্র ৩৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৭ নম্বরে থেকে মৌসুম শেষ করেছে দলটি। আর সেই লিগ ফর্মের কারণেই শেষ পর্যন্ত চাকরি হারাতে হলো তাকে।
এদিকে অ্যাঞ্জকে ছাঁটাইয়ের পরই নতুন কোচের খোঁজ শুরু করেছে টটেনহ্যাম। ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ডের ড্যানিশ ম্যানেজার থমাস ফ্রাঙ্কের সঙ্গে তারা আলোচনা শুরু করেছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।
