|
ফলো করুন |
|
|---|---|
আজ পবিত্র ঈদুল আজহা। সারাদেশে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে। অনেকেই ছুটির ফাঁকে প্রিয়জনের কাছে যাচ্ছেন। তবে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের জন্য এখনো ছুটি নেই। ঈদের তিন দিন পর ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর।
এই ম্যাচ জিতে দেশবাসীকে ঈদের উপহার দিতে চান বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা। তিনি বলেন, ‘অবশ্যই, আমরা সিঙ্গাপুরকে হারিয়ে দেশবাসীকে ঈদের উপহার দিতে চাই।’
কোচের কণ্ঠে আত্মবিশ্বাস এনে দিচ্ছে দলের পারফর্ম্যান্স, বিশেষ করে সেটপিস। বাংলাদেশ সেট পিস থেকে গোল করছে, হজম করছে না। বিষয়টা তৃপ্তি দিচ্ছে কাবরেরাকে।
তিনি বলেন, ‘ভুটানের বিপক্ষে আমরা সেট পিস থেকে গোল করেছি। আর এ দিকটা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। গত তিন ম্যাচে আমরা সেট পিস থেকে কোনো গোল খাইনি। এটা ইতিবাচক। শেষ ম্যাচে তো ক্লিন শিটও হয়েছে।’
জামাল ভূঁইয়ার পারফরম্যান্স নিয়েও কথা হচ্ছে। আগের ম্যাচে তার কর্নার থেকেই এসেছে প্রথম গোলটা। তবে এর বাইরেও তিনি আলো ছড়িয়েছেন পুরো ম্যাচে। কাবরেরার কাছে এটা স্বাভাবিক প্রক্রিয়াই। তিনি বলেন, ‘এটা নতুন কিছু নয়। তিন বছর ধরে জামাল এভাবে খেলছে।’
ভুটানের বিপক্ষে অনেক সুযোগ তৈরি করেও বাংলাদেশ গোল করতে পেরেছে মোটে ২টি। এ জায়গাটায় উন্নতি চান স্প্যানিশ এই কোচ। তিনি বলেন, ‘আমরা দুটি গোল করেছি, আমি খুশি। ফিনিশিং অবশ্যই উন্নত করতে হবে, তবে এটাই ফুটবল।’
এই ম্যাচকে ঘিরেই যত মনোযোগ এখন দলের। এরই এক ফাঁকে ঈদ পালন করেছেন হামজা চৌধুরীরা। ঈদের দিনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায় টিম হোটেল থেকে পুরো দল একসঙ্গে নামাজ আদায় করতে গিয়েছিলেন। দলের খেলোয়াড় থেকে শুরু করে বাকি সব সদস্যের গায়েই ছিল একই রকম পোশাক। সবার পরনে ছিল সাদা পাঞ্জাবি, সাদা পাজামা।
টিম হোটেল থেকে বেরিয়ে রাস্তায় নামতেই ভক্তরা ভীড় করেন হামজাদের ঘিরে। একই দৃশ্যের দেখা মিলেছে নামাজ শেষেও। তাদের ঘিরে সেলফি শিকারীদের ভীড় ছিল চোখে পড়ার মতো।
ভুটান ম্যাচ শেষে বাংলাদেশ অনুশীলনে নেমে পড়েছে গতকালই। ঢাকা জাতীয় স্টেডিয়ামে পুরো দল অনুশীলন করেছে গতকাল সন্ধ্যায়। ঈদের দিনেও এই সূচিতে ব্যাঘাত ঘটবে না। বাংলাদেশ দল আজ বিকেলে অনুশীলনে নামবে বলেই জানা গেছে।
ভুটানের বিপক্ষে ২-০ গোলে দারুণ জয়ের পর বাংলাদেশ এখন দারুণ নির্ভার। যদিও দলের বড় পরীক্ষাটা হবে আগামী ১০ জুন। সেদিন বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইপর্বে খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে।
