ছবি: বাফুফে
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশে এসেছেন কদিন আগেই। জাতীয় স্টেডিয়ামে বসে দেখেছেন ভুটানের বিপক্ষে ম্যাচ। সব ঠিক থাকলে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হয়ে যেতে পারে সামিত সোমের। তার আগে নিজের পরিকল্পনা, দলের অবস্থা এবং অপেক্ষার কথা শুনিয়েছেন কানাডাপ্রবাসী এই মিডফিল্ডার।
১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে নামার জন্য তর সইছে না সমিতের। সংবাদমাধ্যমে শুক্রবার তিনি বলেছেন, ‘আমি খেলার জন্য উৎসাহী। এতো সমর্থক সমর্থন করায় ও দল ভালো খেলায় গর্ব হচ্ছে। আশা করি, সিঙ্গাপুরের বিপক্ষেও একইভাবে ভালো খেলতে পারব।’
২৭ বছর বয়সী কানাডাপ্রবাসী এই মিডফিল্ডার দলের বন্ডিং অনেক ভালো দেখছেন, ‘দল অনেক দিক থেকে শক্তিশালী। সব জায়গায় ভারসাম্য আছে। সব জায়গাতেই উন্নতি করতে পারে। তবে আমার মিডফিল্ডটা ভালো লেগেছে গত খেলায়। হামজা, সোহেল, জামাল খুব ভালো খেলেছে। তাই এটা বড় শক্তির জায়গা। তারপর সুযোগ তো আমরা অনেক তৈরি করেছি। গোল আসবে। রক্ষণভাগ খুব ভালো করেছে, ভুটানকে আমরা কোনো সুযোগ দিইনি। মোটামুটি সবাই শক্তিশালী আছে। তবে তৈরি থাকতে হবে, কারণ সিঙ্গাপুর ম্যাচটা একটু কঠিন হবে।’
ভুটানের বিপক্ষে ২-০ গোলের জয়ে আদর্শ প্রস্তুতি হয়েছে বলে মনে করেন শমিত, ‘হামজার গোল খুব ভালো ছিল, কর্নার কিক থেকে দারুণ ছিল। যেটা জামাল অ্যাসিস্ট করেছে। সেটা ছাড়াও অনেক সুযোগ ছিল। সোহেল খুব সুন্দর গোল দিয়েছে। ফাহামিদুল তো অনেক তরুণ, তবে সে খুব ভালো পারফরম্যান্স দিয়েছে। দিনশেষে সিঙ্গাপুর ম্যাচের জন্য এটা খুব ভালো প্রস্তুতি ছিল।’
