লিগ চ্যাম্পিয়ন হয়েও এএফসিতে খেলা হচ্ছে না মোহামেডানের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০২:৩৩ পিএম
মোহামেডানের শিরোপাজয়ী দল/বাফুফে
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ প্রিমিয়ার লিগ যুগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। তাতে দলটার সামনে খুলে গিয়েছিল মহাদেশীয় আসর এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ। তবে সে সুযোগটা শেষমেশ নেওয়া হলো না সাদা-কালোদের। এএফসির কাছ থেকে চ্যালেঞ্জ লিগ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি দলটা। যার ফলে সুযোগ যাচ্ছে রানার্স আপ আবাহনী লিমিটেডের কাছে।
এএফসির আসরে খেলতে হলে এএফসির ক্লাব লাইসেন্স থাকা চাই। সেটা মোহামেডানের ছিল না। শেষ দিকে এসে এর জন্য আবেদন করে দলটি। তবে শুধু মোহামেডান একাই নয়, এই লাইসেন্সের জন্য আবেদন করেছিল সব মিলিয়ে পাঁচটি ক্লাব। মোহামেডান তো ছিলই, আবাহনী লিমিটেড, কিংস, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও ব্রাদার্স ইউনিয়নও আবেদন করে এই লাইসেন্সের জন্য।
তবে সবার ভাগ্যে শিকে ছেঁড়েনি। আবাহনী আর কিংস পায় এ লাইসেন্স। যার ফলে ২০২৫-২৬ মৌসুমের চ্যালেঞ্জ লিগে কেবল এই দুই দলই সুযোগ পাবে।
এর মধ্যে মোহামেডান ব্যর্থ হওয়ার ফলে আবাহনীর অংশ নেওয়াটা নিশ্চিত। বর্তমান লিগ চ্যাম্পিয়ন মোহামেডান আবেদন করেছে লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর। এএফসির অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজ জমা দেওয়ার সময় শেষ হয়ে গিয়েছিলো গত মার্চের ২৫ তারিখ। তখন মোহামেডানের হাতে লিগের ট্রফি ছিলো না, সে কারণে আবেদন করেনি ক্লাবটি।
শুধু আবাহনী নয়, কিংসও যোগ দিতে পারে চ্যালেঞ্জ লিগে। পাকিস্তানের কোনো ক্লাবই এএফসি ক্লাব লাইসেন্স করতে পারেনি। শেষমেশ যদি তারা নাম লেখাতে না পারে, তাহলে বাংলাদেশ পাবে আরও একটি কোটা। সেটা হলে কিংসই যাবে চ্যালেঞ্জ লিগে।
