বাংলাদেশকে কাঁদানো সেই ওয়াসিমের হাতেই উঠল আইসিসির পুরস্কার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১০:৪৭ পিএম
সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। দুর্দান্ত পারফরম্যান্সের জোরে পেয়েছিলেন আইসিসির মে মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন। এবার আনুষ্ঠানিকভাবে দুই প্রতিদ্বন্দ্বীকে পেছনে ঠেলে পুরস্কারটি জিতেই নিলেন তিনি। এর আগে ২০২৪ সালের এপ্রিল মাসেও এই পুরস্কারটি পেয়েছিলেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়াসিম করেন ১৪৫ রান। স্ট্রাইক রেট ছিল চোখ ধাঁধানো ১৬৬.৬৬। প্রথম ম্যাচে ৩৯ বলে ৫৪ রানের পর দ্বিতীয় ম্যাচে করেন ৪২ বলে ৮২ রান। শেষ ম্যাচেও জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় আমিরাত।
বাংলাদেশের বিপক্ষে তিন টি-টোয়েন্টি ছাড়াও গত মাসে পাঁচটি ওয়ানডেও খেলেছিলেন ওয়াসিম। সেখানেও তার পারফরম্যান্স মন্দ ছিলনা। পাঁচ ওয়ানডেতে ৩৩.৮০ গড়ে করেছেন ১৬৯ রান।
মাসসেরার খেতাব জিতে ওয়াসিমের প্রতিক্রিয়া, ‘আমি দ্বিতীয়বার এই পুরস্কার পেয়ে দারুণ আনন্দিত। আইসিসি ও ভোট দেওয়া সকল ভক্তদের ধন্যবাদ জানাই। এই পুরস্কার শুধু আমার একার নয়, আমার পুরো দল এবং সাপোর্ট স্টাফদের জন্যও। তারা সবসময় পাশে থেকেছে, সহযোগিতা করেছে।’
তিনি আরও বলেন, ‘মে মাস আমাদের জন্য ছিল একেবারেই বিশেষ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় ছিল আমাদের ক্রিকেট ইতিহাসে একটি মাইলফলক। এই জয় প্রমাণ করেছে যে আমিরাত ক্রিকেট কতটা এগিয়েছে।’
