মেসি-এমবাপ্পেদের ক্লাব বিশ্বকাপ গোনার সময় নেই রোনালদোর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১১:১০ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজিত হতে যাচ্ছে ফিফার ক্লাব বিশ্বকাপ। বিভিন্ন মহাদেশিয় চ্যাম্পিয়নদের এই মিলনমেলায় লিওনেল মেসির ইন্টার মায়ামি স্বাগতিক হিসেবে অংশ নিচ্ছে। কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদও এইও টুর্নামেন্টে খেলবে। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌদি ক্লাব আল নাসর এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।
এরপরও ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণকারী কয়েকটি ক্লাব রোনালদোকে টুর্নামেন্টের জন্য দলে পেতে চেয়েছিল। তবে রোনালদো সেসব প্রস্তাব আমলে নেননি।
শনিবার (৭ জুন) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রোনালদো তার অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, ‘আমি ক্লাব বিশ্বকাপে থাকব না। কিছু দল আমার সঙ্গে যোগাযোগ করেছে। কিছু প্রস্তাব যুক্তিযুক্ত ছিল, আবার কিছু ছিল না। তবে আপনি সবকিছু করতে পারেন না।’
তিনি যোগ করেন, ‘ক্লাব বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।’
রোনালদোর সব মনোযোগ এখন পর্তুগাল জাতীয় দলের সঙ্গে উয়েফা নেশন্স লিগ ফাইনালকে ঘিরে। রোববার মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ফাইনালে রোনালদোর পর্তুগালের প্রতিপক্ষ স্পেন।
