
সংগৃহীত ছবি
কোচের সঙ্গে দ্বন্দ্ব বেশ পুরোনো। খেলতে চাননি রবার্ট লেভান্ডোভস্কি। কিন্তু পোল্যান্ডের কোচ মিখাউ প্রোবিয়েজ নাছোড়বান্দা। এনিয়েই ঝামেলা। যা গড়িয়েছে বহুদূর। বার্সেলোনার স্ট্রাইকার লেভান্ডোভস্কি সরাসরি জানিয়ে দিয়েছেন, খেলবেন না আর, যদি না কোচ মিখাউকে ছাড়ে পোল্যান্ড।
কোচ প্রোবিয়েজ অধিনায়কের দায়িত্ব থেকে লেওয়ানডস্কিকে সরিয়ে ইন্টার মিলানের পিওতর জেলেনস্কিকে নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছেন। এরপরই লেভা আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে ভবিষ্যতে ফেরার ইচ্ছার কথাও জানান তিনি।
সামাজিক মাধ্যমে লেভা লিখেছেন, ‘পরিস্থিতি বিবেচনায় এবং কোচের প্রতি আস্থা হারানোর কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি, যতদিন তিনি দায়িত্বে থাকবেন, আমি পোল্যান্ড জাতীয় দলের হয়ে খেলব না। আশা করি, বিশ্বের সেরা সমর্থকদের হয়ে আবার খেলার সুযোগ পাব।’
লা লিগায় মৌসুমের শেষ দিকে বার্সা স্ট্রাইকার হ্যামস্ট্রিং চোটের কারণে গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ মিস করেন। তবে তিনি শেষ তিনটি ম্যাচে ফিরে আসেন এবং দুটি গোল করে বার্সেলোনাকে লা লিগা জয়ে সহায়তা করেন। চোট থেকে ফিরে ক্লাবের হয়ে খেলেছেন। কিন্তু জাতীয় দলের কোচের চাওয়া সত্ত্বেও এই মাসে মোলদোভা বিপক্ষে একটি প্রীতি ম্যাচ ও ফিনল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দলের সঙ্গে যোগ দেননি লেভা।
পোল্যান্ড বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ জি-তে তাদের প্রথম দুটি ম্যাচে জয় পেয়েছে। আগামী মঙ্গলবার ফিনল্যান্ডের বিপক্ষে খেলবে। ওই ম্যাচে লেভা খেলবেন কিনা তা অনিশ্চিত। কোচের সঙ্গে দ্বন্দ্বও কতদূর গড়ায়, তা কে বলতে পারে!