
নেশন্স লিগের ফাইনালে পর্তুগালের কাছে পরাজয়ের পর স্পেন এখন বিশ্বকাপ নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে।
স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে বলেছেন, এই মুহূর্ত থেকে আমরা পরবর্তী বিশ্বকাপ নিয়ে ভাবছি, যেটা আমাদের মূল লক্ষ্য। যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি তাতে আমি নিশ্চিত ভবিষ্যতে এই দলটি অনেক দূর যাবে। আমাদের দল সবসময়ই জয়ের পজিশনে থাকে। এই দলের সবার মধ্যে অনেক বেশি প্রতিশ্রুতি রয়েছে। সবসময়ই আমরা জয়ের খুব কাছাকাছি পৌঁছে যাই।
স্পেন ফাইনালে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি। নির্ধারিত সময়ের ম্যাচটি ২-২ গোলে ড্র হবার পর পেনাল্টিতে স্পেন ৫-৩ গোলে পরাজিত হয়। দুই দলই প্রথম তিনটি পেনাল্টিতে সফল হবার পর স্প্যানিশ ফরোয়ার্ড অলভ্যরও মোরাটা তার সুযোগটি হাতছাড়া করেন। এরপর উবেন নেভেন পর্তুগালের হয়ে জয়সূচক শটটি নেন। ডি লা ফুয়েন্তে এই দল নিয়ে গর্বিত।
২০২৩ সালে নেশন্স লিগের শিরোপা জিতেছিল স্পেন। এরপর ইউরো ২০২৪ শিরোপা ঘরে তুলে। ইউরো বাছাইপর্বে ২০২৩ সালের মার্চে স্কটল্যান্ডের কাছে হারার পর রোববারের ফাইনাল ছিল প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচে স্পেনের পরাজয়।