
দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও ভারতের মহেন্দ্র সিং ধোনি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হল অব ফেমে জায়গা করে নিয়েছেন সাত কিংবদন্তি ক্রিকেটার। পুরুষ ক্রিকেটারদের মধ্যে ম্যাথু হেইডেন, মহেন্দ্র সিং ধোনি, হাশিম আমলা, গ্রায়েম স্মিথ ও ড্যানিয়েল ভেট্টোরি এবং নারী ক্রিকেটারদের মধ্যে সানা মীর ও সারাহ টেলর এই খেতাব পেয়েছেন।
সোমবার (৯ জুন) এক বিবৃতিতে এই সাত ক্রিকেটারের হল অব ফেমে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
ভারতের এক কিংবদন্তি ক্রিকেটার ধোনি। তার নেতৃত্বে ভারত জিতেছে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি। এছাড়া ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫৩৮ ম্যাচে করেছেন ১৭২৬৬ রান এসেছে তার ব্যাটে।
আইসিসির হল অব ফেমে জায়গা পেয়ে ধোনির প্রতিক্রিয়া, ‘হল অব ফেমে সুযোগ পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি। গোটা বিশ্বে প্রজন্মের পর প্রজন্ম খেলে চলা ক্রিকেটাররা যে অবদান রাখে, সেটার স্বীকৃতি জানানো হয় এভাবে। সর্বকালের সেরাদের পাশে নিজের নাম দেখতে পাওয়াটা অসাধারণ অনুভূতি। সারাজীবন এমন সম্মান ধরে রাখব।’
এছাড়া অস্ট্রেলিয়ার হেইডেন, দক্ষিণ আফ্রিকার আমলা ও স্মিথ এবং সাবেক কিউই অধিনায়ক ভেট্টোরিরও আন্তর্জাতিক ক্রিকেটে অনেক অবদান রয়েছে। টেস্ট ক্রিকেটে প্রোটিয়াদের অনেক অর্জন এসেছে স্মিথের হাত ধরে। আর সর্বকালের সেরা ব্যাটারদের তালিকা করলে আমলার নাম সেখানে থাকবেই। দক্ষিণ এশিয়ার বাইরে যে কজন স্পিনার ক্রিকেট ইতিহাসে নিজস্ব ছাপ রাখতে সক্ষম হয়েছেন, তাদের মধ্যে ভেট্টোরির নাম উল্লেখযোগ্য। অবশেষে তাদের সবাইকে-ই হল অব ফেমে যোগ করার মাধ্যমে সম্মানিত করল আইসিসি।
এদিকে নারী ক্রিকেটের দুই পরিচিত মুখ পাকিস্তানের সানা এবং ইংল্যান্ডের সারাহ। এর মধ্যে দীর্ঘ ক্যারিয়ারে ১২০ ওয়ানডে ও ১০৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন সানা। আর ১০ টেস্ট, ১২৬ ওয়ানডে ও ৯০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সারাহ আন্তর্জাতিক ক্রিকেটে ৬ হাজারেরও বেশি রানের মালিক।