Logo
Logo
×

খেলা

ম্যাচের কয়েক ঘণ্টা আগে স্কোয়াড থেকে বাদ ৩ ফুটবলার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৫:২১ পিএম

ম্যাচের কয়েক ঘণ্টা আগে স্কোয়াড থেকে বাদ ৩ ফুটবলার

ছবি: বাফুফে

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ২৩ জনের দল চূড়ান্ত করতে হয়। তবে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ২৬ জন নিয়ে অনুশীলন ও ক্যাম্প করছিলেন। মঙ্গলবার (১০ জুন) ম্যাচের কয়েক ঘণ্টা আগে ২৬ জনের দল থেকে তিন জনকে বাদ দিয়েছেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় দলের অন্যতম পরিচিত মুখ ডিফেন্ডার ঈসা ফয়সাল, ফরোয়ার্ড মো. ইব্রাহীম ও মিডফিল্ডার মজিবুর রহমান জনি সিঙ্গাপুর ম্যাচের স্কোয়াডে জায়গা পাননি। ঈসা বাদ পড়ায় ফুলব্যাক হিসেবে দুই ভাই সাদ ও তাজ উদ্দিনের খেলা অনেকটাই নিশ্চিত।

আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে দেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোমের।

সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমবারের মতো একসঙ্গে খেলবেন জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়া নতুন তিন প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, ফাহামেদুল ইসলাম এবং শমিত। জাতীয় দলে তাদের অন্তর্ভুক্তিকে দেশের ফুটবলে নবজাগরণ হিসেবে দেখছেন ফুটবলপ্রেমীরা।

এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। ম্যাচটি সন্ধ্যায় শুরু হওয়ার কথা থাকলেও এদিন সকাল থেকেই ফুটবলপ্রেমীরা স্টেডিয়াম পাড়ায় ভিড় করেছেন। সাম্প্রতিক সময়ে দেশের কোনো ফুটবল ম্যাচ নিয়ে ভক্তদের মধ্যে এমন উন্মাদনা দেখা যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম