
ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত
দেশের ফুটবলে নতুন জোয়ার শুরু হয়েছে। হামজা-শমিতদের আগমনে ফুটবল নিয়ে নতুন করে আশায় বুক বেঁধেছেন দেশের ক্রীড়াপ্রেমীরা। ক্রিকেট অঙ্গনের ব্যক্তিত্বরাও এখন ফুটবলে চোখ রাখছেন। এই যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ফারুক আহমেদও হামজাদের কারিকুরি দেখতে হাজির হয়েছেন জাতীয় স্টেডিয়ামে।
আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচকে ঘিরে সকাল থেকে স্টেডিয়াম এলাকায় ভিড় জমাতে শুরু করেন ফুটবলপ্রেমীরা। দুপুরের আগেই জনসমুদ্রে পরিণত হয় স্টেডিয়াম পাড়া।
এর আগে অনলাইন টিকিট বিক্রি শুরুর অল্প সময়ের মধ্যেই ম্যাচে সাধারণ দর্শকদের জন্য বরাদ্দ ১৮ হাজার ৩০০ টিকিট ফুরিয়ে যায়।
এদিকে সিঙ্গাপুর ম্যাচের আগে ফুটবলারদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা। জাতীয় দলের ফুটবলারদের একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দিয়েছেন রুবেল। ক্যাপশনে লিখেছেন, ‘শুভকামনা বাংলাদেশ।’
পেসার খালেদ আহমেদও ফুটবল দলকে শুভকামনা জানিয়েছেন। হামজা, শমিত ও ফাহামেদুলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজকের ম্যাচের জন্য বাংলাদেশের শুভকামনা।’ সঙ্গে খালেদ জুড়ে দিয়েছেন ম্যাচের ভেন্যু, শুরুর সময় সবই।
এই ম্যাচটা যে কোনো মূল্যে জিততে চায় বাংলাদেশ। হামজা চৌধুরী সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন ম্যাচের আগেই। তিনি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা চাই আমাদের দলের দিকে মনোযোগ দিতে। সবাই দেখতে পারে যে আমরা খুব ইমপ্রুভ করতেছি। আমরা টিমে কনসেনট্রেট (মনোযোগ) করতাম, আর একবারে অ্যাগ্রেসিভ (আক্রমণাত্মক) খেলতাম আর ইনশাআল্লাহ ওটা করলে আমরা জিতমু।’