Logo
Logo
×

খেলা

ধোনিকে পকেটমার বললেন ভারতীয় কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৮:২৯ পিএম

ধোনিকে পকেটমার বললেন ভারতীয় কোচ

ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে ভারত বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপসহ আইসিসির একাধিক ট্রফি জিতেছে। 

সম্প্রতি দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে আইসিসির হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়। ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারে দেশের হয়ে ৯০টি টেস্টের পাশাপাশি ৩৫০টি ওয়ানডে এবং ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ধোনি।

ধোনিকে আইসিসির হল অব ফেমে অন্তর্ভুক্ত করার পর মজাদার এক মন্তব্য করেছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ক্রিকেটার ও সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী। মহেন্দ্র সিং ধোনিকে পকেটমারের সঙ্গে তুলনা করেন শাস্ত্রী। 

ধোনির হেলিকপ্টার শট এবং উইকেটকিপিং স্কিল ক্রিকেটবিশ্ব জানে। মাহির উইকেটকিপিং স্কিলের সঙ্গে কারো তুলনা হয় না। তার উইকেটকিপিংয়ের ক্ষিপ্রতার কথা উল্লেখ করতে গিয়েই তাকে পকেটমারের সঙ্গে তুলনা করেছেন রবি শাস্ত্রী।

রবি শাস্ত্রী বলেছেন, ‘মহেন্দ্র সিং ধোনির হাত পকেটমারদের থেকেও দ্রুত। যদি তুমি কখনও ভারতে আসো, বিশেষ করে আহমেদাবাদে, তাহলে কখনই তুমি চাইবে না যে মহেন্দ্র সিং ধোনি তোমার পিছনে থাকুক। তাহলে পিছন ফিরে তাকাতেই দেখবে তোমার পকেট খালি।’

ধোনির প্রশংসা করে শাস্ত্রী আরও বলেন, ‘ধোনির সব থেকে বড় গুন হচ্ছে, ও যদি শুন্য রানে আউট হয় তাহলেও যেরকম আবেগ দেখায়, ও যদি বিশ্বকাপ জেতে তাহলেও সেরকমই আবেগ দেখায়। একশো বা দুশো রান করলেও তার আবেগের ক্ষেত্রে কোনও বাড়তি উচ্ছাস দেখা যায় না। তুমি ওর কোনও পরিস্থিতিতেই আলাদা আলাদা আবেগের রূপ দেখতে পারবে না’।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম