Logo
Logo
×

খেলা

রাকিবের গোলে ব্যবধান কমাল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৮:৩৯ পিএম

রাকিবের গোলে ব্যবধান কমাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরকে এক গোল ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ। হামজা চৌধুরীর পাসে লক্ষ্যভেদ করেছেন ফরোয়ার্ড রাকিব হোসেন। এর আগে দুই অর্ধে দুইবার বাংলাদেশের জালে বল পাঠায় সিঙ্গাপুর।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধের শেষ দিকে সং উই ইয়ংয়ের গোলে এগিয়ে যায় সফরকারীরা। এরপর দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিঙ্গাপুরের ফরোয়ার্ড ইখসান ফান্দি।

দুই গোল হজমের পর উত্তাল গ্যালারি স্তব্ধ হয়ে যায়। তবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা হাল ছাড়েনি। সে দৃঢ়তার সুবাদেই একটি গোলও পেয়ে গেছে বাংলাদেশ। হামজার থ্রু বল ধরে বক্সের বাইরে থেকে শট নেন রাকিব। তাতেই প্রথমবার সিঙ্গাপুরের রক্ষণদেয়াল ভাঙতে সক্ষম হয় লাল-সবুজের প্রতিনিধরা।

ব্যবধান কমানোর পর এখন সমতাসূচক গোল পেতে ঝাঁপাচ্ছে বাংলাদেশ। বেশ কয়েকটি সেট-পিস আদায় করে নিয়ে সিঙ্গাপুরের বক্সে অনেকটা যেন ঘাঁটি গেঁড়ে বসেছেন মোরসালিনরা।

এই চাপে শেষ পর্যন্ত সমতাসূচক গোলটি বাংলাদেশ আদায় করে নিতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম