-6848486f8ae41.jpeg)
সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়া পায়নি এমন শিরোপা বাকি নেই। দক্ষিণ আফ্রিকার ক্যাবিনেট সেখানে প্রায় শূন্য। ২৭ বছর আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ই একমাত্র সাফল্য। বছরখানেক আগে একবার শিরোপার কাছে গিয়েছিল, প্রোটিয়ারা সেবারও পারেনি। এবার আর ভুল করতে চান না দক্ষিণ আফ্রিকানরা।
দক্ষিণ আফ্রিকার পেস বোলার লুঙ্গি এনগিদি এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেই খরা কাটাতে চান। সময় যত ঘনিয়ে আসছে, লর্ডসের ফাইনাল নিয়ে রোমাঞ্চ বাড়ছে। এনগিদির আশা এবার তাদের শিরোপাখরা কাটবে।
আইসিসি ডিজিটালকে গত রাতে প্রোটিয়া পেসার বলেন, ‘আমরা গত দুই বছরে অন্যান্য টুর্নামেন্টে কাছাকাছি গিয়েছি। এখন একটা ভিন্ন টুর্নামেন্টে খেলতে যাচ্ছি। আমার কাছে এটা ক্রিকেটের চূড়ান্ত ব্যাপার। শিরোপা ঘরে আনার স্বপ্ন এবার পূর্ণ হবে। এমনটা হলে অসাধারণ কিছু হবে। আমার মতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কাঠামোটাই পরিবর্তিত হবে তখন। লাল বলের ক্রিকেটে ফোকাসটা ফেরানো যাবে।’
১৯৯৮ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর ২৭ বছরে মেজর টুর্নামেন্টে সেমিফাইনালে অনেকবার আটকে যায় দক্ষিণ আফ্রিকা। এবার ট্রফি জয়ের আরেকটি সুযোগ আসছে।