
ফরাসি ওপেন জিতে ২৫ কোটি টাকা পেলেন আলকারাজ। কিন্তু এতটাকা পাবেন না। আয়োজকরা আলকারাজকে দেবেন পুরস্কার মূল্যের ৭০ শতাংশ টাকা।
হাড্ডাহাড্ডি ফাইনালে পাঁচ সেটের লড়াইয়ে ইয়ানিক সিনারকে হারিয়ে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন কার্লোস আলকারাজ। দ্বিতীয়বার ফরাসি ওপেন জিতে পুরস্কার মূল্য হিসেবে পেয়েছেন প্রায় ২৫ কোটি টাকা। কিন্তু সব টাকা পাবেন না স্পেনের তরুণ টেনিস তারকা।
ভারতীয় মুদ্রায় ২৪ কোটি ৯৫ লাখ টাকারও বেশি পুরস্কার হিসেবে পেয়েছেন আলকারাজ। কিন্তু সব টাকা পাবেন না তিনি। ফরাসি ওপেনের আয়োজকেরা আলকারাজ়কে দেবেন পুরস্কার মূল্যের ৭০ শতাংশ টাকা। কেটে নেওয়া হবে পুরস্কার মূল্যের ৩০ শতাংশ। কী অপরাধ পাঁচটি গ্র্যান্ড স্ল্যামজয়ীর?
আলকারাজজ কোনও অন্যায় করেননি। তবু তাকে ৭ কোটি ৩৮ লাখ ৬৯ হাজারের বেশি টাকা দেওয়া হবে না। সিনারের চ্যালেঞ্জ সামলে দিলেও ফ্রান্সের আইনের ফাঁদে পড়েছেন স্প্যানিশ।
ফ্রান্সের আইন অনুযায়ী, মোট পুরস্কার মূল্যের ৩০ শতাংশ আয়কর দিতে হবে আলকারাজকে। সেই পরিমাণ টাকা কেটে নিয়ে আলকারাজকে দেবেন ফরাসি ওপেনের আয়োজকরা। শুধু ফরাসি ওপেনেই নয়, টেনিস খেলোয়াড়দের বিশ্বের সর্বত্রই আয়কর দিতে হয়। যে দেশে প্রতিযোগিতা জেতেন, সেই দেশের নিয়ম অনুযায়ী আয়কর মিটিয়ে পুরস্কার মূল্যের বাকি টাকা হাতে পান খেলোয়াড়েরা।
গত রোববার পুরুষদের সিঙ্গলস ফাইনালে সিনারের বিরুদ্ধে প্রায় হারা ম্যাচ ছিনিয়ে নেন আলকারাজ। প্রথম দুই সেটে হারার পরও সাড়ে পাঁচ ঘণ্টার ম্যাচের ফল তার পক্ষে ৪-৬, ৬-৭ (৪-৭), ৬-৪, ৭-৬ (৭-৩), ৭-৬ (১০-২)। ফরাসি ওপেনের ইতিহাসে দীর্ঘতম ফাইনাল ম্যাচ খেলেন।