Logo
Logo
×

খেলা

বাংলাদেশের বাজে দিনে ভারতের আরেকটি হার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ১০:৫২ পিএম

বাংলাদেশের বাজে দিনে ভারতের আরেকটি হার

সংগৃহীত ছবি

সুযোগ পেয়েছিল ভারত। হংকংয়ের রক্ষণে আক্রমণও চালিয়েছিলেন। তবে বারবার ব্যর্থ হয়েছেন আশিক-কোলাসোরা। চারটি গোলের সুযোগ তৈরি করলেও ফল ভারতের বিপক্ষেই। পুরো ম্যাচে দারুণ খেলা গোলকিপার বিশাল কাইথের ভুলেই স্বপ্নভঙ্গ হয় ভারতের।

আজ একই দিনে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে হেরেছে বাংলাদেশ। হামজা-সামিতদের দাপট দেখানো ম্যাচে লাল-সবুজের দল হারে ২-১ ব্যবধানে। ভারত হেরেছে ১-০ গোলে। তাতেই গ্রুপ থেকে পরের পর্বে যাওয়া কঠিন হয়ে গেছে বাংলাদেশ ও ভারতের।

  • বাংলাদেশ ১:২ সিঙ্গাপুর
  • হংকং ১:০ ভারত

হংকংয়ের কাই টাক স্পোর্টস পার্কে ভারতের দিনটি শেষ পর্যন্ত ভালো হয়নি। প্রস্ততি ম্যাচে হেরে যাওয়া ভারত এদিন হংকংকে শেষ সময় পর্যন্ত ধরে রেখেছিল। কিন্তু রক্ষা হয়নি। ম্যাচের যোগ করা সময়ে কাইথ ফাউল করেন হংকংয়ের ফুটবলারকে।

তাতেই পেনাল্টি পায় হংকং। সেখান থেকেই হংকংয়ের স্টিফান পেরেইরা গোল করে এগিয়ে দেন। পরে ওই ব্যবধানেই হারে ভারত।

এই হারে টেবিলের তলানিতে ভারত। দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট এক। দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্টও এক। হামজাদের দল আছে তিনে। দুই ম্যাচে এক ড্র ও এক জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দুইয়ে যথাক্রমে সিঙ্গাপুর ও হংক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম