
গত দুই দশকে দেশের ফুটবল ম্যাচ দেখতে মাঠে আসেননি অনেকে। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা চালিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আন্তর্জাতিক অনেক ম্যাচও হয়েছে জাতীয় স্টেডিয়ামে।
কিন্তু খেলা দেখা নিয়ে এমন উন্মাদনা দেখা যায়নি, যা দেখা গেল মঙ্গলবার এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচ ঘিরে। কখনো মাঠে এসে খেলা দেখেননি, এমন অনেকেই বহু কাঠখড় পুড়িয়ে মঙ্গলবার স্টেডিয়ামে এসেছেন বাংলাদেশের খেলা দেখতে।
বাংলাদেশের খেলা দেখতে স্টেডিয়ামে ছুটে এসেছিলেন তামিম ইকবাল। এছাড়াও নুরুল হাসান সোহান, সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ আরও অনেককে দেখা গেছে হামজাদের ম্যাচের গ্যালারিতে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মোস্তফা সরয়ার ফারুকীদেরও গতকাল দেখা গেছে বাংলাদেশের খেলার দর্শক হিসেবে।
এছাড়াও অন্য ভুবনের তারকাদেরও দেখা গেছে ম্যাচের গ্যালারিতে। ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন বলেন, ‘জাতীয় স্টেডিয়ামে এসে শেষ কবে ফুটবল ম্যাচ দেখেছি তা আমার মনে নেই। দীর্ঘ দিন পর আবার এলাম ফুটবল দেখতে। এজন্য অবশ্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। অনেক কষ্টে দুটি টিকিট জোগাড় করেছি।’
একসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কর্মরত ছিলেন আরিফ ইসলাম। আরিফের কথা, ‘হামজাদের জন্য অনেক দিন পর দেশের ফুটবলে জোয়ার এসেছে। তাই আর বসে থাকতে পারলাম না।’