Logo
Logo
×

খেলা

টেস্ট চ্যাম্পিয়নশিপ

শিরোপা ধরে রাখার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৪:২৪ পিএম

শিরোপা ধরে রাখার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

বুধবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডসে টস জিতে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় প্রথমবার ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভালো পজিশনে নেই অস্ট্রেলিয়া। কাগিসো রাবাদার গতির শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার উসমান খাজা ও তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা ক্যামেরন গ্রিন।

ইনিংসের প্রথম ৭ ওভারে মাত্র ১৬ রানে ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে অস্ট্রেলিয়া। দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন ওপেনার মার্নাস লাবুশেন ও সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ।  

২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। এরপর ২০২৩ সালে দ্বিতীয় আসরের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।

তৃতীয় আসরেও টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্নে বিভোর অস্ট্রেলিয়া ক্রিকেট দল। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম