|
ফলো করুন |
|
|---|---|
রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। গত দেড় দশকের তারকারা ধীরে ধীরে পেশাদার ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন।
বিরাট কোহলি ইতোমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, স্টিভ স্মিথ ওয়ানডে থেকে সরে দাঁড়িয়েছেন, জো রুট এখন টি-টোয়েন্টি খেলেন না, কেন উইলিয়ামসন গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেওয়ার অপেক্ষায়।
তার মানে ক্রিকেটের ‘ফ্যাব ফোর’ যুগ প্রায় শেষ পর্যায়ে। সকলেই এখন ৩০ পেরিয়ে ৩৫-এর কাছাকাছি, আর কয়েক বছরের মধ্যেই তারা পেশাদার ক্রিকেটকে বিদায় জানাবেন।
এই অবস্থায় প্রশ্ন উঠছে —কোহলি, উইলিয়ামসন, স্মিথ ও রুটের পর কে? পরবর্তী ‘ফ্যাব ফোর’।এমন প্রশ্নে আগামী দিনে বিশ্ব ক্রিকেটে ‘নতুন ফ্যাব ফোর’ হতে পারে সম্ভাব্য এমন পাঁচ জনের নাম বলেছেন নিউজিল্যান্ডের তারকা কেন উইলিয়ামসন।
উইলিয়ামসন বলেন, ‘আমার মনে হয় যশস্বী জসওয়াল, শুভমন গিল, রাচিন রবীন্দ্র, হ্যারি ব্রুক ও ক্যামেরন গ্রিন এই পাঁচ জনের মধ্য থেকে চারজন ফ্যাব ফোরের তালিকায় থাকবেন’।
তিনি বলেছেন, ‘এরা প্রত্যেকেই দুর্দান্ত প্রতিভাবান এবং সব ফরম্যাটেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। তারা তরুণ, এবং তাদের খেলা দিনে দিনে আরও পরিণত হচ্ছে।’
আসল ‘ফ্যাব ফোর’ কারা ছিলেন?
‘ফ্যাব ফোর’ কথাটি শুরুতে ভারতীয় টেস্ট দলের চার কিংবদন্তি —সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের জন্য ব্যবহৃত হতো। পরবর্তীতে বীরেন্দ্র সেহওয়াগকে পঞ্চম সদস্য হিসেবে এই তালিকায় যুক্ত করা হয়।
এরপর ২০১২ সালে নতুন যুগের সূচনা হয় —এবার ‘ফ্যাব ফোর’ হয়ে ওঠেন বিশ্বের চার ব্যাটিং মহাতারকা: বিরাট কোহলি (ভারত), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), জো রুট (ইংল্যান্ড) ও কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)। এই চারজন গত ১৫ বছরে নিজেদের দেশের হয়ে অবিশ্বাস্য পারফরম্যান্স করেন। এই তালিকার অংশ হওয়ার আলোচনায় ছিলেন- ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, টম ল্যাথাম বা জনি বেয়ারস্টোদের মতো তারকারা।
উইলিয়ামসনের আগে ‘ফ্যাব ফোর’ নিয়ে ভবিষ্যদ্বাণী করেন ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়ক নাসের হুসেন ও মাইকেল আথারটন। নাসের হুসেনের তালিকায় ছিলেন-—জসওয়াল, ব্রুক, ট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া) এবং সাইম আইয়ুব (পাকিস্তান)। আর আথারটনের তালিকায় স্থান পেয়েছেন-—রাচিন রবীন্দ্র, হ্যারি ব্রুক, জসওয়াল ও কামিন্দু মেন্ডিস।
