Logo
Logo
×

খেলা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

বর্ডার-রিচার্ডসের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন স্মিথ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৯:৪৬ পিএম

বর্ডার-রিচার্ডসের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন স্মিথ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া এবং ওয়েষ্ট ইন্ডিজের দুই কিংবদন্তি অ্যালান বর্ডার ও ভিভ রিচার্ডসের রেকর্ড ভাঙলেন স্টিভ স্মিথ। 

বুধবার ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্টিভ স্মিথের রেকর্ড গড়ার ইনিংসে লজ্জার নজির গড়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। স্মিথ-খাজার নজির গড়ার দিনে কাগিসো রাবাদার গতির মুখে পড়ে ২১২ রানে অলআউট অস্ট্রেলিয়া।

স্টিভ স্মিথ চার নম্বর পজিশনে ব্যাট করতে নেমে ৭৬ বলে ফিফটি পূর্ণ করেন। এই নিয়ে ইংল্যান্ডের মাটিতে টেস্টে ১৮ বার ৫০ বা তার বেশি রানের ইনিংস খেললেন স্মিথ। তাতেই হয়েছে কীর্তি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ইংল্যান্ডের মাটিতে টেস্টে আর কেউ এতগুলো ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলতে পারেননি।

এদিন স্মিথ একসঙ্গে টপকে গেলেন অ্যালান বর্ডার এবং ভিভ রিচার্ডসকে। তারা দুইজনে ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন ১৭টি করে। স্মিথের ১৮টি ইনিংসের মধ্যে সেঞ্চুরির সংখ্যা আটটি।

স্মিথের রেকর্ড গড়ার দিনে লজ্জার নজির গড়েন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। তিনি এদিন ওপেন করতে নেমে ২০ বল খেলেও রান করতে পারেননি। ফেরেন শূন্য রানে। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়ার তালিকায় যুগ্মভাবে তৃতীয় স্থানে খাজা।

এই তালিকায় শীর্ষে ডেভিড ওয়ার্নার। তিনি ২২ বল খেলে শূন্য রানে আউট হয়েছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন শন মার্শ। তিনি শূন্য রানে আউট হন ২১ বল খেলে। এত দিন একক ভাবে তৃতীয় স্থানে ছিলেন স্যামি জোন্স। তিনি ২০ বল খেলে শূন্য রানে আউট হয়েছিলেন। টেস্ট বিশ্বকাপ ফাইনালে তার সঙ্গে যুক্ত হলেন উসমান খাজা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম