Logo
Logo
×

খেলা

১৪৫ বছরে যা হয়নি, লর্ডস দেখেছে সেই কীর্তি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১১:৫৬ এএম

১৪৫ বছরে যা হয়নি, লর্ডস দেখেছে সেই কীর্তি

ইংল্যান্ডে এবারই প্রথম দুই দলের দুুই ওপেনার ফিরেছেন শূন্যরানে— সংগৃহীত ছবি

কাগিসো রাবাদা কোনো প্রকার সুযোগ দেননি উসমান খাজাকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শূন্যরানেই ফেরেন অস্ট্রেলিয়ার ওপেনার। দক্ষিণ আফ্রিকাও একই চাপে পড়ে। ইনিংসের গোড়াপত্তন করতে আসা এইডেন মার্করামও পারেননি রানের খাতা খুলতে। দুই দলের দুই ওপেনারের বাজে দিনে রেকর্ডও হয়েছে বেশ বড়সড়। যা টেস্ট ক্রিকেট ইতিহাসে ইংল্যান্ডে আগে কখনও হয়নি।

১৮৮০ সাল থেকে এখন পর্যন্ত ৫৬১টি টেস্ট খেলা হয়েছে ইংল্যান্ডে। সাদা পোশাকের ক্রিকেটে অমন ঘটনা আগে কখনও হয়নি। লর্ডসে শিরোপা নির্ধারণীর ম্যাচে দুই দলের এক নম্বর ব্যাটার (ব্যাটিং অর্ডার অনুযায়ী) রানের খাতা খুলতে পারেনি। যা টেস্টের ১৪৫ বছর ইতিহাসে প্রথম। ইংলিশ ভূমিতে এমন রেকর্ডের ভাগিদার হলেন দুই বিদেশি—মার্করাম ও খাজা।

ইংল্যান্ডে এটি ইতিহাস হলেও দুই দলের দুই ওপেনারের শূন্যরানে ফেরার ঘটনা এটিই প্রথম নয়। টেস্ট ক্রিকেটে আরও নয়বার এমন ঘটনা দেখা গেছে। এরমাঝে অস্ট্রেলিয়ার ব্যাটার আছে ছয়জন। 

বুধবার সাদা পোশাকের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের প্রথম দিনে রয়েসয়ে খেলছিলেন খাজা। ২০ বল খেলে ফেললেও রানের খাতা খুলতে পারেননি। প্রোটিয়া পেসারদের তাণ্ডবে থামতে হয় শূন্যরানেই। রাবাদা ইনিংসে নেন ৫ উইকেট। তিনটি শিকার আরেক পেসার মার্কো জানসেনের। ২১২ রানেই থামে অস্ট্রেলিয়া। পেসতাণ্ডব চলে দক্ষিণ আফ্রিকার ইনিংসেও। দিন শেষ করার আগে ৪৪ রান তুলতেই তারা হারিয়েছে ৪ উইকেট।

আরও পড়ুন

প্রোটিয়াদের চোখের জলে নাকের জলে করার দিনে দুটি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। একটি করে প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের। নিজেদের ইনিংস শুরু করতে আসা মার্করাম ভুলটা করে বসেন স্টার্কের বলে। ৬ বল খেললেও রান ছাড়াই ফেরেন। তাতেই চলে আসেন ইতিহাসে। খাজার পর মার্করামও থামেন শূন্যরানে। দুই দলের দুই এক নম্বর ব্যাটারের এমন বাজে দিন ইংল্যান্ডে আর কখনও আসেনি। 

ইংল্যান্ডে এটি ইতিহাস হলেও দুই দলের দুই ওপেনারের শূন্যরানে ফেরার ঘটনা এটিই প্রথম নয়। টেস্ট ক্রিকেটে আরও নয়বার এমন ঘটনা দেখা গেছে। এরমাঝে অস্ট্রেলিয়ার ব্যাটার আছে ছয়জন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম