টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
১৩৮ রানেই অলআউট দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৭:১৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্যাট কামিন্সের গতির মুখে পড়ে ১৩৮ রানেই অলআউট দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে প্রোটিয়াদের চরম ব্যাটিং বিপর্যয়।
গতকাল বুধবার ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডসে শুরু হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। টস হেরে ব্যাটিংয়ে নেমে কাগিসো রাবাদার গতির মুখে পড়ে প্রথম দিনের তিন সেশনও খেলতে পারেনি অস্ট্রেলিয়া।
৫৬.৪ ওভারে ২১২ রানেই অলআউট হয় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন বিউ ওয়েবস্টার। এছাড়া ৬৬ রান করেন সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা একাই শিকার করেন ৫ উইকেট। ৩ উইকেট নেন মার্কু জেনসেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে গতকাল প্রথম দিনের শেষ বিকালে ৪৩ রান তুলতেই প্রথম সারির ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দক্ষিণ আফ্রিকা।
আজ মধ্যাহ্নভোজের ঠিক পরপরই ৫৭.১ ওভারে ১৩৮ রানে অলআউট হয় প্রোটিয়ারা। দলের হয়ে সর্বোচ্চ ডেভিড বিডিংহাম। ৩৬ রান করেন অধিনায়ক টিম্বা বাভুমা।
অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স ১৮.১ ওভারে মাত্র ২৮ রানে ৬ উইকেট শিকারের মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারের ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।
