Logo
Logo
×

খেলা

১৯ ছক্কায় ১৫১, বিশ্বরেকর্ড গড়লেন ফিন অ্যালেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১০:৩৮ এএম

১৯ ছক্কায় ১৫১, বিশ্বরেকর্ড গড়লেন ফিন অ্যালেন

নিউজিল্যান্ডের তারকা ওপেনার ফিন অ্যালেন নতুন এক কীর্তি গড়ে বসলেন। মেজর লিগ ক্রিকেটের নতুন মৌসুমের প্রথম ম্যাচেই বাজিমাত করলেন। শুক্রবার (১৩ জুন) ওকল্যান্ডে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলতে নেমে মাত্র ৫১ বলে খেললেন ১৫১ রানের ঝড়ো ইনিংস। এই ইনিংসে ভেঙেছেন একাধিক ব্যক্তিগত এবং দলগত রেকর্ড।

এই ইনিংসেই অ্যালেন মেরেছেন ১৯টি ছক্কা, যা টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত কোনো এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে ২০২৪ সালে সাইপ্রাসের বিপক্ষে এস্তোনিয়ার সাহিল চৌহান ১৮টি ছক্কা মেরে এই রেকর্ডের মালিক ছিলেন। এছাড়াও, এমএলসির ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আগের রেকর্ড ছিল নিকোলাস পুরানের। ২০২৩ সালে এমআই নিউ ইয়র্কের হয়ে পুরান করেছিলেন ১৩৭ রান।

ম্যাচের শুরুতেই নিজের ছন্দ খুঁজে পান অ্যালেন। পাওয়ারপ্লে’র মধ্যে দেশি সতীর্থ বেন সিয়ার্স ও রচিন রবীন্দ্রকে বিশেষভাবে টার্গেট করেন। এই দুইজনের বলেই মারেন চারটি ছক্কা ও দুটি চার। মাত্র ২০ বলে ফিফটি স্পর্শ করেন। ফিফটিটা করে আরও বিধ্বংসী রূপে হাজির হয়েছেন তিনি। পরের ৫০ রান করতে খেলেছেন ১৪ বল। ৩৪ বলে সেঞ্চুরি করে ভেঙে ফেলেন নিকোলাস পুরানেরই আরও এক রেকর্ড। ৪০ বলের সেঞ্চুরি করে এর আগে মেজর লিগ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা দখলে রেখেছিলেন তিনি। আজ সেটা চলে গেল অ্যালেনের কব্জায়।

তৃতীয় ফিফটিটা করতে অ্যালেন খেলেছেন আরও ১৫ বল। মাত্র ৪৯ বলেই ১৫০ রান পূর্ণ করেন ফিন অ্যালেন। এতেই টপকে যান দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিসের ৫২ বলের রেকর্ড। টি-টোয়েন্টিতে দ্রুততম ১৫০ রানের ইনিংস এখন অ্যালেনের। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে এটিই ১৫তম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

অ্যালেনের ঝড়ো ইনিংসে ভর করে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস তোলে ২৬৯ রান, ইনিংস শেষ হয় ৫ উইকেট হারিয়ে। অ্যালেন আউট হন ১৮তম ওভারে মিচেল ওয়েনের বলে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম