|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভিকে কার্যত ধুয়ে দিলেন টেস্ট দলের সাবেক প্রধান কোচ জেসন গিলেসপি। পাকিস্তান ক্রিকেটের বাজে পারফরম্যান্সের জন্য পিসিবি চেয়ারম্যানের উদাসীনতাকেই দায়ী করছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী তারকা।
সবশেষ ২০১৭ সালে ভারতকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে পাকিস্তান। তারপর থেকে পাকিস্তানের পারফরম্যান্স নিম্নমুখী। শেষ কয়েক বছরে পাকিস্তানের সাফল্য বলতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠা। আর কোনও সাফল্য নেই।
গত বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় মঞ্চে যুক্তরাষ্ট্রের মতো আনকোড়া দলের কাছে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী পাকিস্তান। দলের এমন ছন্নছাড়া পারফরম্যান্সের জন্য বরাবরই অভিযোগ কোচদেরকে তাদের মতো করে কাজ করার স্বাধীনতা না দেওয়া। যে কারণে জেসন গিলেসপির মতো অনেক কোচ পাকিস্তানের চাকরি সেচ্ছায় ছেড়ে দিয়েছেন।
সম্প্রতি এক পডকাস্টে গিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিকে ধুয়ে দিলেন সাবেক কোচ গিলেসপি।
তিনি বলছেন, গ্যারি কারস্টেন ( পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের প্রধান কোচ) লাহোরে একটা ভালো উদ্যোগ নিয়েছিল কানেকশন ক্যাম্পের। যেখানে পাকিস্তান ক্রিকেটের সঙ্গে জড়িতরা নিজেদের মতামত বা পরামর্শ দিয়ে থাকেন। আমি সেই মিটিংয়ে অংশ নেওয়ার জন্য অস্ট্রেলিয়া থেকে ৯ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেখানে গিয়েছিলাম, গ্যারি কারস্টেন দক্ষিণ আফ্রিকা থেকে পাকিস্তানে গিয়েছিলেন। কিন্তু পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি সেই মিটিংয়ে সরাসরি উপস্থিত না হয়ে জুম মিটিংয়ে যোগ দেন।
গিলেসপি আরও বলেছেন, মহসিন নকভি লাহোরে থাকেন, কিন্তু তাও সেই বৈঠকে সরাসরি আসেননি। গ্যারি কারস্টেন দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিল, তাই আমাদের মনে হয়েছিল পিসিবি চেয়ারম্যান মিটিংয়ে আসবেন। কিন্তু তিনি এত কাছে থাকা সত্ত্বেও ২০ মিনিটের দূরত্ব পার করে বৈঠকে আসেননি। বিষয়টা আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল।
যে বৈঠকের কথা গিলেসপি বলেছেন সেটি হয়েছিল গত বছরের ২৩ সেপ্টেম্বর। সেই বৈঠকে দলের ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়া বাড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। সেই মিটিংয়ের কিছুদিন পর পাকিস্তান টেস্ট দেলের কোচের পদ থেকে সরে দাঁড়ান গিলেসপি।
