Logo
Logo
×

খেলা

এবার ক্ষমা চাইলেন আল আমিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৯:৩২ পিএম

এবার ক্ষমা চাইলেন আল আমিন

এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। হেরেছে ২-১ গোলে। হামজা-তপুরা ঘরের মাঠে স্টেডিয়াম ভর্তি দর্শকদের হতাশ করেছেন। 

হামজা চৌধুরী, শমিত সোম এবং ফাহামিদুল ইসলাম তিন প্রবাসীর রসায়নও এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হার এড়ানোর জন্য যথেষ্ট হয়নি। সেই হারের রেশ যেন কাটছেই না। 

গোলকিপার মিতুল মারমার পর এবার ক্ষমা চাইলেন ফরোয়ার্ড আল আমিন। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসাবে মাঠে নেমেছিলেন তিনি। তাতে হার এড়ানো যায়নি। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার শুরুর একাদশে আল আমিন ছিলেন না। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘এখনো দুঃস্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে! আমাদের ওপর যে আস্থা, ভালোবাসা নিয়ে আপনারা সমর্থন দিয়েছেন তা পাওয়া আমাদের জন্য অনেক সৌভাগ্যের। আমরা আপনাদের ভালো কিছু উপহার দিতে পারিনি, সেজন্য ক্ষমা চাচ্ছি। আমার অনুরোধ, দয়া করে আপনারা আমাদের পাশে থাকুন, কথা দিচ্ছি শিগগিরই জীবন দিয়ে লড়ে ঘুরে দাঁড়াব ইনশাআল্লাহ। আমাদের ওপর বিশ্বাস রাখুন, আমরা বাংলাদেশের জন্য, আপনাদের জন্য হলেও কামব্যাক করব।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম