Logo
Logo
×

খেলা

‘মাঝে মাঝে হারা ভালো’, অস্ট্রেলিয়াকে যুবরাজের খোঁচা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৮:৫৭ পিএম

‘মাঝে মাঝে হারা ভালো’, অস্ট্রেলিয়াকে যুবরাজের খোঁচা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে গেলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অসিদের শিরোপা হাতছাড়া হওয়ার পর ভারতীয় বিশ্বকাপজয়ী সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিং বলেছেন, মাঝে মাঝে হারাও ভালো। 

নিজের অফিসিয়াল টুইটারে এক পোস্টে ভারতীয় সাবেক তারকা অলরাউন্ডার লিখেন, ‘অস্ট্রেলিয়ার ভাগ্যটা খারাপ। তবে কি জানো, একটা ট্রফি হারানো মাঝে মাঝে বেশ ভালো।’

এই বার্তার সঙ্গে চোখ টিপে জিভ ভেঙানোর ইমোজিও দিয়েছেন যুবি। নেটিজেনদেরও বেশ মনে ধরেছে যুবির এই খোঁচা। আসলে ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপ-দুটো ফাইনালেই অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে। তাই এবারের ফাইনালে অজিরা হারতেই খুশি ভারতীয় ক্রিকেটভক্তরাও। 

দক্ষিণ আফ্রিকা শিরোপা জয়ের পর যুবরাজ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘২৭ বছরের খরা কাটাল প্রোটিয়ারা। দারুণভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছে তারা। আমি সবসময় মনে করি টেস্ট ক্রিকেটের চেয়ে বড় পরীক্ষা আর কিছু হয় না। সেই পরীক্ষায় দারুণভাবে পাশ করেছে দক্ষিণ আফ্রিকা।’

ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডসে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ২১২ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ১৩৮ রানেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ২৮১ রানের লিড নিয়ে ২০৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

২৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৭০ রানে ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। সেই অবস্থা থেকে অধিনায়ক টিম্বা বাভুমাকে সঙ্গে নিয়ে ১৪৭ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান ওপেনার এইডেন মার্করাম। 

দলীয় ২১৭ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৫টি বাউন্ডারির সাহায্যে ৬৬ রান করেন বাভুমা। জয়ের জন্য প্রয়োজন ছিল ৬৫ রান। ইনিংসের শুরু থেকে অনবদ্য ব্যাটিং করে যাওয়া মার্করাম দলকে জয়ের ঠিক দুয়ারে নিয়ে আউট হন।

জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল মাত্র ৬ রান। হাতে ছিল ৬ উইকেট। সেই সময় আউট হয়ে ফেরেন মার্করাম। তার আগে ৩৮৩ মিনিট ব্যাট করে ১৪টি বাউন্ডারির সাহায্যে ১৩৬ রানের ম্যাচ সেরা ইনিংস খেলেন মার্করাম। এরপর দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ডেভিড বেডিংহাম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম