Logo
Logo
×

খেলা

শান্তকে ওপেনিংয়ে পাঠানোর সিদ্ধান্ত ঠিক হবে না, বলছেন তিনি

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৯:১৪ এএম

শান্তকে ওপেনিংয়ে পাঠানোর সিদ্ধান্ত ঠিক হবে না, বলছেন তিনি

শ্রীলংকার বিপক্ষে আজ গলে শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে প্রশ্ন ধেয়ে গিয়েছিল, ইনিংসের উদ্বোধনী জুটি নিয়ে। তবে তা কারা করবেন সে বিষয়ে কিছুই জানাননি শান্ত। সম্প্রতি বড় দলগুলো দুদিন আগে একাদশ জানিয়ে দেয়। 

নাজমুল মনে করেন, ওপেনিং জুটি আগে জানিয়ে দিলে প্রতিপক্ষের জন্য পরিকল্পনা সাজানো সহজ হয়ে যাবে। সাদমান ইসলামের সঙ্গে নাজমুলের ওপেন করার সম্ভাবনা রয়েছে। তবে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার মনে করেন, নাজমুলকে ওপেন করতে পাঠালে, সেটি হবে ভুল সিদ্ধান্ত।

সাদমানের সঙ্গে ওপেনার রয়েছেন এনামুল হক বিজয়। তবে এনামুলের খেলার সম্ভাবনা কম। সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি কোথায় ব্যাটিং করব সেটা আগামীকাল (আজ) দেখাতে চাই। আমি চাই না আমাদের প্রতিপক্ষ আগে ধারণা পেয়ে যাক। কাল আমরা কোন কম্বিনেশনে খেলব, তার ওপর নির্ভর করে ১১ জনের দল সাজানো হবে।’ 

তিনি যোগ করেন, ‘ইতিবাচক মনোভাব নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করাটা গুরুত্বপূর্ণ। এখানে আসার আগে আমরা দেশে ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করি, খুব ভালোভাবে সিরিজ শুরু করতে পারব।’

তবে শান্তকে ওপেনিংয়ে পাঠানোর সিদ্ধান্ত ভুল হবে, জানালেন সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার। তিনি বলেন, ‘নাজমুল ক্যারিয়ার শুরু করেছে চার নম্বর থেকে। এরপর তিনে এসেছে। এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু ওপেনিং করাটা আলাদা ব্যাপার।’ 

তিনি আরও যোগ করলেন, ‘ক্যারিয়ারে তিন নম্বরে ব্যাট করে আমি কখনো কখনো ইনিংসের দ্বিতীয় বল খেলেছি। পার্থক্যটা সবাই বোঝে না। দলের প্রয়োজনে নাজমুল ওপেন করবে; কিন্তু সেটা ঠিক হবে না।’ 

মেহেদী হাসান মিরাজ খেলতে না পারলে এমনিতেই একজন ব্যাটার কমে যাবে। সেখানে একাদশে লিটন দাস, জাকের আলী কিংবা মাহিদুল ইসলামকে জায়গা দিতে গেলে নাজমুলকে দিয়েই ওপেন করাতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম