ভালো পারফর্ম করতে পারলে বাবরের জন্য দরজা খোলা দেখছেন আকিব জাভেদ— সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
অনানুষ্ঠানিকভাবে দুটি কারণ দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড—বাবর আজমের ধীরগতির স্ট্রাইক রেট এবং ব্যাটিংয়ে অফফর্ম। এই দুই কারণেই বাংলাদেশের বিপক্ষে সিরিজে দল পাননি। জায়গা নিয়ে শঙ্কা আছে আসন্ন কুড়ি কুড়ির সিরিজে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, বাবরকে কি তবে সাইড লাইনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে পাকিস্তান?
দেশটির ক্রিকেটের হাই-পারফরম্যান্স ইউনিটের প্রধান আকিব জাভেদ ভিন্ন কিছু শুনিয়েছেন। তার মতে, বাবর বাদ পড়েছেন রান করতে না পারার কারণে। পারফর্ম যদি ভালো করতে পারেন তবে যে কেউ যেকোনো সময় জাতীয় দলে ফিরতে পারেন। মোদ্দাকথা, কেউই পাকিস্তান ক্রিকেটের পরিকল্পনার বাইরে চলে যান না।
আরও পড়ুন
- ‘টাই’ ভাঙতে তিন-তিনবার সুপার ওভার! নেপালকে হারিয়ে ইতিহাস ডাচদের
- ভারতের তিন শহরে ৪ ঘণ্টা সময় কাটাবেন মেসি
- অ্যাথলেটিক্সে কি সুদিন ফিরবে?
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আকিব বলেছেন, ‘বাবর হোক বা অন্য কেউ—খেলাটি সবার জন্য উন্মুক্ত। যদি বাবর বা কেউ ভালো পারফর্ম করতে পারে তবে তারা তাদের জায়গাটাও পেয়ে যাবে।’
তবে এসবের জন্য যত লড়াই আছে, সবগুলোতে জিতে আসতে হবে। বিশেষ করে স্কিল টেস্ট করে প্রমাণ দিতে হবে যে কে কোন ফরম্যাটে যোগ্য, ‘এখানে ফিরতে তাদের অনেক চ্যালেঞ্জ। তাদের এই বিষয় মোকাবেলা করতে প্রস্তুত থাকতে হবে।’
পাকিস্তানের জাতীয় দলে জায়গা হারানো বাবরকে অবশ্য রেকর্ড অর্থ দিয়ে টানছে বিগ ব্যাশ। সিডনি সিক্সার্সে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ দামি খেলোয়াড় হিসেবে নাম লেখাতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। সূত্রের বরাতে জানা ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, প্লাটিনাম ক্যাটাগরিতে সিক্সার্সের হয়ে নাম লেখাতে যাচ্ছেন বাবর। পাকিস্তানি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকার বিনিময়ে খেলবেন এই টপ অর্ডার ব্যাটার।
