Logo
Logo
×

খেলা

হামজার মতোই লাল-সবুজ স্বপ্ন চোখে আসছেন কিউবা মিচেল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১০:৫৫ পিএম

হামজার মতোই লাল-সবুজ স্বপ্ন চোখে আসছেন কিউবা মিচেল

হামজা চৌধুরী ও কিউবা মিচেল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরীর যুক্ত হওয়া প্রবাসীদের জন্য সুযোগের দরজা খুলে দিয়েছে। এবার দরজায় কড়া নাড়ছেন কিউবা মিচেল। হামজার মতো তিনি যুক্তরাজ্য প্রবাসী। সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলের মিডফিল্ডার মিচেলের পুরো মনোযোগ এখন লাল-সবুজের দিকে। আট বছর পর প্রিমিয়ার লিগে ফেরা সান্ডারল্যান্ডের বিবেচনায় নেই মিচেল।

স্থানীয় ম্যাকম নিউজকে মিচেল বলেন, ‘এখন আমার সামনে যেসব সুযোগ রয়েছে সেসব আমি কাজে লাগাতে চাই। নিবন্ধনের সময়সীমা পার হয়ে যাওয়ায় বাংলাদেশের হয়ে খেলা হয়নি আমার। এখন আবার অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত।’ লাল-সবুজ জার্সি গায়ে অভিষেকের অপেক্ষায় মিচেল। বাংলাদেশের হয়ে খেলা হবে তার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা।

হামজার সঙ্গে ইতোমধ্যে কিউবা যোগাযোগ করেছেন। কথা বলেছেন বাংলাদেশের হামজার খেলার অভিজ্ঞতা নিয়ে। তার কাছ থেকে জেনেছেন বাংলাদেশের মানুষ ফুটবলপাগল। মন-প্রাণ উজাড় করে ওরা দলকে সমর্থন দেয়। রোমাঞ্চিত বোধ করছেন কিউবা। তার আর তর সইছে না বাংলাদেশের হয়ে খেলার জন্য।

ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আসার বহু বছর পর হামজার আগমন। এরপর কানাডা প্রবাসী শমিত সোম ও ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামের যুক্ত হওয়া কিউবাদের জন্য সুযোগের দরজা খুলে দিয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম