নগর প্রতিদ্বন্দ্বীদের গোলকিপারকে ছিনিয়ে নিল বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১১:০৬ পিএম
হুয়ান গার্সিয়া/সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গোলকিপার ইস্যু নিয়ে কয়েক মৌসুম ধরেই ভুগতে হচ্ছিল বার্সেলোনাকে। একসময় পোস্টের নিচে আস্থার প্রতীক হিসেবে ছিলেন জার্মান মার্ক আন্দ্রে টার স্টেগেন। তবে সাম্প্রতিক সময়ে তার ফর্ম নিয়ে সন্দিহান ক্লাবটি। গত মৌসুমে তো অবসর ভাঙিয়ে পোলিশ গোলকিপার ভয়চেখ শেজনিকে দলে ভেড়াতে হয়েছিল তাদের।
এবার সেই গোলকিপার ইস্যুর সমাধান খুঁজতে নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওল থেকে ২৪ বছর বয়সী হুয়ান গার্সিয়াকে দলে টেনেছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। এই তরুণ স্প্যানিয়ার্ডের সঙ্গে তাদের চুক্তি হয়েছে ২০৩১ পর্যন্ত। তাকে নিয়ে দুই দল চুক্তি করেছে ২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৫১ কোটি টাকা।
হুয়ান গার্সিয়ার জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, নিউক্যাসল ইউনাইটেড, অ্যাস্টন ভিলা ও বোর্নমাউথের মতো ক্লাবগুলোও আগ্রহী ছিল। তাই বার্সেলোনা দ্রুতই তাকে দলে টানার প্রক্রিয়া সম্পন্ন করেছে।
এদিকে ৩৩ বছর বয়সী জার্মান গোলকিপার টার স্টেগেন এক দশক ধরে বার্সেলোনার নম্বর ওয়ান পছন্দ। সদ্য সমাপ্ত মৌসুমের প্রায় পুরোটাই তিনি হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে কাটিয়েছেন। শেষদিকে এসে খেলেছেন দুটি ম্যাচ।
কিন্তু শিরোপা প্রত্যাশী বার্সা ওই সময়ে বড় কোনো মুখের প্রত্যাশায় ছিল। ফলে অবসর ভেঙে তারা দলে ভেড়ায় শেজনিকে। অভিজ্ঞ এই তারকা গোলরক্ষক তাদের প্রতিদানও দিয়েছেন। তার সঙ্গে চুক্তির ক্লাবটির চুক্তির মেয়াদ রয়েছে জুনের শেষ পর্যন্ত। তবে ইতোমধ্যে সেই মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে বার্সা।
এ ছাড়া ইনাকি পেনা বার্সেলোনার বয়সভিত্তিক দলের গ্র্যাজুয়েট। যদিও তিনি কখনোই সিনিয়র দলের প্রথম পছন্দ ছিলেন না। তাই হুয়ান গার্সিয়া আগামী মৌসুমে বার্সেলোনার একাদশে নিয়মিত সুযোগ পেতে পারেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
