আলনসোর অভিষেকে সৌদি ক্লাবকে হারাতে পারল না রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৯:৩৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য ছিল বিশেষ কিছু। নতুন কোচ জাবি আলনসোর অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল দলটা। তবে ক্লাব বিশ্বকাপের সে ম্যাচটা রাঙাতে পারল না রিয়াল। সৌদি আরবের দল আল-হিলালকে হারাতে পারেনি রিয়াল, ড্র করেছে ১-১ গোলে।
দলের হতাশা বাড়িয়েছে ম্যাচের শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টি। সেটা পেয়েও জয় তুলে নিতে পারেনি তারা। ফেদেরিকো ভালভার্দের নেওয়া শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন আল হিলাল গোলরক্ষক ইয়াসিন বনো।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ৬২,৪১৫ দর্শকের সামনে খেলতে নামে দুই দল। রিয়াল আর আল হিলাল দুই দলের ডাগ আউটেই ছিলেন নতুন কোচ। সাবেক ইন্টার মিলান কোচ সিমোন ইনজাঘি আল-হিলালের হয়ে ডাগআউটে প্রথমবারের মতো দায়িত্বে নেমেছিলেন।
ইনজাঘির অধীনে আল হিলাল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। ১৯তম মিনিটে সালেম আল-দাওসারির পাস থেকে মার্কোস লিওনার্দোর শট অল্পের জন্য বাইরে যায়। এরপর রেনান লোদি বল জড়ান রিয়ালের জালে, তবে অফসাইডের কারণে তা বাতিল হয়।
ধীরে ধীরে রিয়াল খেলায় ফিরে আসে। ৩১তম মিনিটে রদ্রিগোর শট চলে যায় বারের ওপর দিয়ে। ৩৪তম মিনিটে গঞ্জালো গার্সিয়া দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে রদ্রিগোর পাসে গোল করে রিয়ালকে এগিয়ে নেন। কিন্তু বিরতির ঠিক আগে রাউল অ্যাসেনসিও ফাউল করলে আল-হিলাল পায় পেনাল্টি। পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেস গোল করে ম্যাচে সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধে রিয়াল বেশ কিছু সুযোগ তৈরি করে। আর্দা গুলেরের শট লাগে বারে, আর গঞ্জালোর হেড ঠেকিয়ে দেন বনো। এরপর ভালভার্দের একটি শট বাইরে চলে যায়।
৮৭তম মিনিটে আবারও সুযোগ পায় রিয়াল। ফ্রান গার্সিয়ার মুখে হাত লাগায় মোহাম্মদ আল কাহতানি, রেফারি দেন পেনাল্টি। কিন্তু ভালভার্দের শট ঠেকিয়ে দেন বনো। এই সেভেই ম্যাচে এক পয়েন্ট নিশ্চিত করে আল-হিলাল।
